বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

কথোপকথন - প্রেমদেবতা

তুমি একটু আগে বলেছিলে-
মন ভাল নেই।
কেন বলেছিলে? জানতে চাইনি!
সে তোমার পুরনো অভ্যাস দেবতা,
আমার কিছু হলে তোমার কিছু আসে যায়?

আচ্ছা, তুমি বলেছিলে তুমি খাবে,
বলোতো কি খেতে চাও?
কিচ্ছুনা, তুমি বরং সিগারেট ধরাও।
ওহ! ঠিক বলেছ, আচ্ছা আগুন...

তোমার জন্যে আমি সবসময় কাছে রাখি।
তারপর বলো তোমার কেমন চলছে?
জানিনা।
হুম...আচ্ছা গত বছর তোমার কত তম...
জন্মদিনটা ভুলে গেছ তাইতো?

নাহ, তোমার বিয়ে...
থাক ওসব কথা।
আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিব।
শুনতে চাইনি, তবু ইচ্ছে হলে বলো।

আমার হিয়ার মাঝে  লুকিয়ে ছিলে,
গানটা তোমার গলায় খুব ভাললাগে।
আমি জানি, আমার খুব প্রিয়।
হুম...
কেন জান?
রবীন্দ্র তাই।
নাহ,গানটা তোমার জন্যে অনেক গেয়েছি তাই।

সুদখিনার জন্যে চলো কেক কিনি।
মেয়ে আমায় বায়না ধরেছিল কেকের জন্যে।
কাজের চাপে আসলে সময় পাইনি।
তুমি মিথ্যেটা বলা শিখ আগে, তারপর বলো।
মানে?
তোমার কাছে টাকা নাই, তাই কিনোনি।
কি যে বলোনা তুমি, টাকা থাকবেনা কেন?
ইনফ্যাক্ট, তোমার পকেটে এখনও টাকা নাই,
তাই সিগারেট টা এখন জ্বালাওনি।

আচ্ছা, অযথা তর্ক করে লাভ নাই
তুমি বরং এখন বাসায় যাও,
আর আমার একটু তাড়া আছে
আর হ্যাঁ, বাসায় পৌছে ফোন দিও।
আমার কিছু হলে তোমার কিছু আসে যায়?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

মৃত্তিকা - প্রেমদেবতা

মৃত্তিকা তোমার জন্য
আমার বড়ই কষ্ট হয়, 
তোমার সন্তানেরা তোমার বিশাল
বুকটা কেটে বিভক্ত করেছে| 
আর নিজের মত করে 
সীমানা চিহ্ন করে নাম 
দিয়েছে একেক দেশ হিসেবে| 
আপন স্বার্থে তোমার শিরা উপশিরা
নামক নদী বিলীন করেছে, 
অকেজো করছে তোমার
 ভূখন্ড নামক একটি অঙ্গ| 
তবুও তুমি জন্ম দিয়েছ প্রতিভার, 
নানা অঞ্চলে| 
হয়ত তুমি গোটা পৃথিবীকে
এক করতে চাও| 
তুমি উদার তাই 
আমি হয়ত বলতে ভালবাসি 
আমি আবদ্ধ নই কোন দেশে, 
আমি পৃথিবীর সন্তান|
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

K ami ?

sopno takey alokiti kore..
cheye silam tumar pothe pa rakhte...
tumi asoni, amay valobasoni..
theke geley durey durey..
obosese ami hete chollam..
simana periye.. mohakaler pothti dore...
(PremDevota)

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

" Moddho Raater Pothochari "

Kono ek moddho raate
dekhe silam tumake,
tumi bose siley janalar dhare.
Shohor tolite keo silona jege ...

Ami dekheci tumay
lokaloyer rastay dariye.
Chik chik korcilo tumar chokh,
Chader aloy snighdho tumar mukh..

Ki jani ki kosto tumar?
Poloke poloke roilam cheye.
Meye tumi ki dhukhi,
amar e moto ?
Meye tumi ki valobaste jano
amar kobitar moto ?
Ami roilam dariye onekta somoy,
Hajar ta prosno tumake ghire...
Neel bedhona ki tumay
hath chani diye dake??

Opurbo tumar kanna,
Maya vora mukh.
Raater akase, stobdhota
kere niyesilo amar mon.

Meye tumi ki jano
Tumi kede sile koto khon?
Meye tumi ki jano
amatei tumar shukh.

Ses bar jokhon tumi
Du hath barale noyon kone,
Buker vitor ta jeno
amar kepe utey.

"Tumi takale raster dhare,
Obocheton mon jeno tumake dakce."
Tumi bebroto, Amay dekhe
Ekaki gobir raate.
Tumi bicholito, amar hath chani peye.

Meye tumi ki jano,
cheyeci tumar bondu hote?
Meye tumi ki jano,
Tumakei valobeseci, raater adhare.......!!!!!

(Prem Devota)
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

আমি জয়ী...প্রেমদেবতা

তোমার অ্যালবামে থাকবেনা
জুড়ে আমার ছবি।
তোমার উৎসবে হাশির আড়ালে,
মৌনতার অনুভুতি যে আমি!
দু’হাত জুড়ে নতুন আবেশে
ভালবাসার খেলায় সংসার তোমার।
তবুও না ভোলা স্পর্শে হাতরাও
মুঠোয় অঙ্গুলি চিরচেনা আমায়।
অর্ধযুগের সবটা সময়
যত জোছনা, রুপালী স্নান।
মধুর আবেগে নতুন নিজেকে
হয়েছে মুহুর্ত আবিষ্কারের জয়ে।
তবুও তো নকল হাসি
মলিনতা খোঁজে সব আড়ালে,
আড়াল থাকা, ধুলোয় সাঁঝে এই আমাকে।
আমি তো আমি, সেই আমি...
তোমার গালে এখনো চুমি,
একটু অবসরে – একান্ত আপনে।

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

Tui ek ronggin pori

Sopne bivor ekta prem tui...
ekta onuvutir uchaton tui...
eto j apon, eto j buker kapon..
tui ki bujhis amr duru duru
sada kalo jiboner
tui ek ronggin pori...

onno ghore noy ei mon,
onno deshe noy ei prem.
sudui sokal sondha
tui jekhane sekhanei ghori jibon.
tui ki bujhis amr duru duru
sada kalo jiboner
tui ek ronggin pori..
pother chola hok aj ofuronto
tokey niyei thakte chay
priotoma j ekjon e tui...
valobasi hoyna bola
kacei jotobar e asis tui..
Sopne bivor ekta prem tui...
ekta onuvutir uchaton tui...
eto j apon, eto j buker kapon..
tui ki bujhis amr duru duru
sada kalo jiboner
tui ek ronggin pori...

Picture of Prem Devota

Prem Devota

যুদ্ধাপরাধী


এই পথে গেলে
দেখতে পাবে চেনা অতীতকে ।
এই পথে গেলে দেখতে পাবে
কষ্টের আগের সুখটাকে ।
এই পথে গেলে দেখতে পাবে,
লোনা জলে ভেসে আছে
আমারই প্রতিচ্ছবির পঁচা লাশ ।
হয়ত দেখবে চিল-শকুনের
নখের আঁচড়ে ছিন্ন-বিছিন্ন
রক্ত মাখা সবুজ সেই শার্ট ।
হয়ত দেখবে পোষা প্রানীর কান্ড
আনবে টেনে লাশটাকে
বসত বাড়ীর অদূরে ।
হয়ত দেখবে পিঁপড়ের দল
সারি বেঁধে ঢুকছে নাক মুখ দিয়ে ।
হয়ত দেখবে চোখ দুটো নেই
সহসা তুমি ভীত হবে ।
তবুও আমি বলবো তোমায়
পেওনা ভয় কোন কিছুতে ।
আকুল আবেদন তোমার প্রতি
স্বরণ করো এই আমাকে,
ভয় পেয়ে যেওনা সরে
সমাধি দিও আপন হাতে ।

জোনাকির রাত্রি........


রাত্রিকে বলে জোনাকি 
নিশ্চুপ কেন আজ তুমি? 
মন্থর কেন তোমার মুহূর্ত
অমাবস্যার আঁধারকে নিয়ে ?
জোছনা কেন আজ নিমে আসেনা,
হিমেল বাতাসে কেন মন ভরেনা !
একাকি জাগরনে আছ
কেন চুপটি করে……..
হৃদয়ে নিয়ে নীল বেদনাকে ।

যখন সবাই গুমিয়ে পরে
মাঁঝরাতের ঘন্টা বাজে,
নিশ্চুপে তুমি যাও কেঁদে
আমি জোনাকি তখন থাকি পাশে ।
হয়ত তুমি বুঝনা তখন
লোনা জলে ভিজাও নয়ন ।
কেঁদনা বন্ধু মনের কষ্টে
কালো আঁধারে থাকবো
তোমার সাথে।
তুমি রাত্রি আমি জোনাকি
আমার আলোয় করব তোমায় খুশি ।

letter for you..

Ami firiye dilam amr attake..
tmi onk valo thako sukhi thako baki ta jibon..
r jodi somoy pao, tahar maje amr saya khuje nio plz...


প্রিয়তমেষু

আমার অধুরী কাহানীর অপেক্ষা ভোরের,
আমার তন্দ্রাহীন প্রেম
তোমার চন্দ্রালোকে স্নান
করিবার মত লোভনীয়!
তাই প্রহর গুনে
জোনাকির আলোয় ছায়াবতী
এসে প্রেমদেবীর ভালবাসায়,
আমাকে উম্মাদ করে স্বপ্নচারিণীর
সাদা ভুবনে কোলাকিত করবে তাই!

মেঘপরী সাঁঝপরীর সঙ্গে
আমায় করে অপরাজিতার পাপড়ি ছুঁয়ে
ওষ্ঠে উষ্ম চুম্বন!
কারণ, ভালবাসা আজো খুঁজে ফিরি!

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

“ষোড়শী” - প্রেমদেবতা

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...