সেদিন, সময়ক্ষন সঠিক মনে নেই।
এইতো সন্ধ্যে হবে এমন সময়,
ওহ, গোধূলি লগ্ন বলে নাকি? তুমিই তো বলেছিলে।
হুম, খুব ইচ্ছে করছিল বিকেলটা
মধুর ক্যান্টিনের পাশে কাটাই।
আরে ওই যে সেখানটায়- রোজ অফিস শেষে,
তুমি আমি সিঁড়িতে বসতাম।
আরে তোমার মনে নেই, একদিন তোমার হাতে
হাত রেখে বলেছিলাম...থাক ওসব কথা!
আচ্ছা তুমিতো আগের চেয়ে সুন্দর হয়েছ বেশ।
সে তোমায় খুব আদর করে; বোঝা যায়।
কি দেখ অমন করে, কিছু বলবে না?
তুমি অভিনয় করলে না কেন?
পর্দার পিছনে আর তোমায় মানায় না।
হঠাত একথা কেন রে?
অবশ্য ভালই হয়েছে অভিনয়ে যাওনি, ফ্লপ হতে।
ফ্লপ?
হুম কারন তোমার অভিনয়ের দুর্বলতা আমি বুঝে যাই।
স্বরস্বতী যে তুই আমার তাই।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
এইতো সন্ধ্যে হবে এমন সময়,
ওহ, গোধূলি লগ্ন বলে নাকি? তুমিই তো বলেছিলে।
হুম, খুব ইচ্ছে করছিল বিকেলটা
মধুর ক্যান্টিনের পাশে কাটাই।
আরে ওই যে সেখানটায়- রোজ অফিস শেষে,
তুমি আমি সিঁড়িতে বসতাম।
আরে তোমার মনে নেই, একদিন তোমার হাতে
হাত রেখে বলেছিলাম...থাক ওসব কথা!
আচ্ছা তুমিতো আগের চেয়ে সুন্দর হয়েছ বেশ।
সে তোমায় খুব আদর করে; বোঝা যায়।
কি দেখ অমন করে, কিছু বলবে না?
তুমি অভিনয় করলে না কেন?
পর্দার পিছনে আর তোমায় মানায় না।
হঠাত একথা কেন রে?
অবশ্য ভালই হয়েছে অভিনয়ে যাওনি, ফ্লপ হতে।
ফ্লপ?
হুম কারন তোমার অভিনয়ের দুর্বলতা আমি বুঝে যাই।
স্বরস্বতী যে তুই আমার তাই।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""