শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

আমাদের গল্প - প্রেমদেবতা


তুমি আমার এক জীবনের সব কিছু।
তোমাকে নিয়ে ভাবনার ঘরে অন্তহীন রহস্য।
তোমায় না পাওয়ার যন্ত্রণা থেকে
বুঝিতে পারি কতটা নিখাদ তোমায় ভালবাসি।
আবার দিনে দুবার করে পানশালার অন্ধকারে
চাপা কান্নার সাথে বর্ষণের আওয়াজে হেসেও ভালবাসি।
অনেকেই জানে বৃষ্টিজল আমার অপছন্দ,
আসলেই কি তাই স্বরস্বতী?
কিভাবে বৃষ্টিজল আমার অপছন্দ হতে পারে?
কোন এক সাঁঝের আকাশে ঝুম বৃষ্টিধারায়
তুমি আমি সিক্ত হয়েছি যে গভীর আবেগে।


আমি বারবার হেরে গিয়ে তোমায় কাঁদিয়েছি,
অনেক অপ্রিয় বৈশিষ্ট্যময় কাজের মাধ্যমে
তোমাকে কষ্ট দিয়ে আসছি দিনের পর দিন।

এই ভোরটা খুব আনমনে ঠুকরে কেঁদে হেসেছি,
বেলকুনি দিয়ে শহরটা দেখছি।
আমি তুমি একই শহরে একই অভিনয়ে
দিনের পর রাত হয়ে মেঘের মত ভেসে যাচ্ছি।

স্বরস্বতী, অনেক দেয়া কথার বরখেলাপে অভিযুক্ত আমি,
কি করব বলো, নিজেকে আগলে রাখতে জানিনা যে আমি।

আমি তুমি ভালো আছি,
ভালো থাকার কথা বলি।
এ অধ্যায়ের গল্প কোন একদিন
বৃদ্ধকালে শীতের বিকেলে মাদুর পেতে
তোমার নাতিনাতনিকে
পিঠা খাওয়ানোর ছলে বলিবে,
ঠিক রূপকথা বলে নিজের অজান্তে ছলছল চোখে।


Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...