শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

বানী - প্রেমদেবতা



মধ্যরাতে প্রিয় জিনিস হাতড়ে খোজার মত ব্যর্থতা,
বুকের ঠিক মাঝ বরাবর আর্তনাদের শব্দ চেপে রাখার মতই কঠিন।
ঈশ্বর সেরা কোচ হিসেবে অদ্বিতীয় ভুমিকা পালন করে যাচ্ছেন।
আর মায়া নামক সস্তা অনুভূতি চোখের ঘুম কেড়ে নিচ্ছে, সবার অজান্তে।


সভ্যকরণ শিক্ষাদান পাঠ্যাবস্থায় বিচার,
তোমার আমার সম্পর্কের সম্বোধন
প্রকাশ পায়, অন্তস্থ শিক্ষার অভাবনা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

নিশি - প্রেমদেবতা


দেখেছি তোমায় প্রথম আড়শির আড়াল থেকে,
দেখেই অনুভূতির জোয়ারে ঢেউ উঠেছে
চেনা আবেগের পরিচয়ে ।
তুমি বাঁকা হাসির প্রতুত্তরে যখন বললে,
ভুল হয়েছে তোমার নিজের হয়ত।
প্রেমের পরশ যেন ছুঁয়ে গেল
এই মনে চঞ্চল অনুভূতির তালে।


কাল পর্যন্ত তুমি ছিলে আপনি সম্বোধনে,
আজ তুমি আপন করে ডাকলে, তুমি
যুগান্তরের সেই প্রেমের ছোঁয়াতে।

তাইতো আজ আমি বেখেয়ালী হয়েছি-
অগোছালো তোমার তরে।
গুছিয়ে তুমি দিবে প্রতি সকালে
আদুরে বকা দিয়ে ঠোঁটের চুমুতে।

পাগল আমি তোমার পরশে
পাগলামী তোমার দুরত্বে আজ
বাড়ছে সকাল বিকেল সন্ধ্যা মুহুর্তে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...