শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
Prem Devota: নীল জোছনা - প্রেমদেবতা
Prem Devota: নীল জোছনা - প্রেমদেবতা: যখন তুমি আমায় ঘৃনা কর কেন জানি ভালবাসার ঝড়ে ভিজে যায় আমার নীল মনি। মনে কি পড়ে সেই প্রথম পরিচয়? যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে। লুকোচুরি খেলা...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
নীল জোছনা - প্রেমদেবতা
যখন তুমি আমায় ঘৃনা কর
কেন জানি ভালবাসার ঝড়ে
ভিজে যায় আমার নীল মনি।
মনে কি পড়ে সেই প্রথম পরিচয়?
যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে।
লুকোচুরি খেলায় তুমি সবসময় জয়ী।
তবে একবার তুমি হেরেছিলে,
কেন জানি ভালবাসার ঝড়ে
ভিজে যায় আমার নীল মনি।
মনে কি পড়ে সেই প্রথম পরিচয়?
যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে।
লুকোচুরি খেলায় তুমি সবসময় জয়ী।
তবে একবার তুমি হেরেছিলে,
তাও আমায় ভালবেসেছ বলে।
তবে উত্তরের জানালায়
আজ হয়ত কেও আর আসেনা।
সাঁঝের দেবীকেও আমি করেছি ঘর ছাড়া।
এখন তোমার অনুভবে
আমার অনুভুতি অনুরাগে ভাসে।
আমার দুএক কথায় এখনও
তোমার নামটি অবচেতনে বলা হয়ে যায়।
ছায়াবতী তাতে কষ্ট পেলেও
তবে উত্তরের জানালায়
আজ হয়ত কেও আর আসেনা।
সাঁঝের দেবীকেও আমি করেছি ঘর ছাড়া।
এখন তোমার অনুভবে
আমার অনুভুতি অনুরাগে ভাসে।
আমার দুএক কথায় এখনও
তোমার নামটি অবচেতনে বলা হয়ে যায়।
ছায়াবতী তাতে কষ্ট পেলেও
সুখটা খুঁজে নেয়।
মনে পরে কি তোমার,
কতটা মুখোমুখি ছিল তোমার আমার নাক?
তোমার নাকের উষ্মতা -
আমার ভেতরের পুরুষত্তকে ডেকেছিল।
তবে কেন জানি তার চেয়ে তোমার
হাসিটাই আমায় সম্মোহন করেছে বেশি।
কত রাত তোমার গায়ের ঘ্রান খুঁজে
স্বপ্নচারী হয়ে ছায়ার মাঝে পরাজিত হয়েছি
অপরাজিতার নীল জোছনায়।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
মনে পরে কি তোমার,
কতটা মুখোমুখি ছিল তোমার আমার নাক?
তোমার নাকের উষ্মতা -
আমার ভেতরের পুরুষত্তকে ডেকেছিল।
তবে কেন জানি তার চেয়ে তোমার
হাসিটাই আমায় সম্মোহন করেছে বেশি।
কত রাত তোমার গায়ের ঘ্রান খুঁজে
স্বপ্নচারী হয়ে ছায়ার মাঝে পরাজিত হয়েছি
অপরাজিতার নীল জোছনায়।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
খেয়ে পড়ে বেঁচে আছি।
এই আকাশটা দেখেছ? সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী। দেখছ...
-
০১ রবীন্দ্রনাথ নারীর মন বোঝেনি, আর তুই বুঝবি কেমনে? নারীর যত ছলাকলা, চোখ খুলে দেখবি নারীর যত রঙ তামাশা মুখ বুঝে সইবি। সে কাছে আসতে যাবে- ই...
-
একটি সুন্দর মুহুর্ত, ভবিষ্যতের কথা রাখা ও দেয়ার হয়ে যেতে পারে এমন করেই বিলীন। অথবা কর্মব্যস্ত আত্নকেন্দ্রিক কোন ভাবনাও হয়ে যেতে পারে মুহুর...
-
তুমি ভাবছ ওপাড়ে বসে কত সহজেই ভুলে আছি তোমায়। ভাবছ, এতদিনের স্মৃতিকথা ভুলে কোন সুখে যাচ্ছে দিনকাল আমার। আর অভিমানে চোখ ফুলাচ্ছ আড়শির সামনে গ...