শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

হলুদ খামের চিঠি - প্রেমদেবতা

পুরোন বইয়ের স্তুপ,
ঝেড়ে ফেলার সময় হল
কাগজওয়ালার চিৎকারে।


ঘরের সিলিং জুড়ে মাকড়শার সংসার,
চোখে আজকাল দৃষ্টির জোর নেই।


সফিকের মার এক গল্প রোজ শোনা
নিশ্চুপ ইশারায় হাসি দিয়ে মেনে নেয়া।


কলিং বেল বাজিয়ে দরজার ওপাশে
মাছওয়ালার মুখস্ত বিজ্ঞাপন।


নেব না বলে দিয়েছি
তবুও চুপটি করে দাঁড়িয়ে অপেক্ষা।
কাগজ মেপে যায় সফিকের মা,
আর কথার কাটাকাটিতে ন্যায়ের বিচার।


সুহান আজকাল হেমন্ত মান্নার
আবেগে সকাল বেলায় থাকে আপন মনে।


১৫ কেজি কাগজের দাম
গুনে নিচ্ছে সফিকের মা।
অবহেলায় বেড়িয়ে পড়ে বহু পুরান খাম।
চিনতে আমার ভুল হলনা
ধক করে আপন লেগে যাওয়া লেখা।
সময়টা তখন ৯৩ থেকে ৯৫ এর ধূলো মাখা।


মাছওয়ালা বলে দিদিমনি,
তাজা পাবদা আপনার জন্যই এনেছি।


ঘরে সুহান ভলিউম বারিয়ে শুনছে
কফি হাউসের সেই আড্ডার গল্প।
মাছ নেবনা বলেও কিনে নিলাম।
নিজের হাতে ধুইলাম, কুটলাম
পেঁয়াজ দিয়ে ভুনা করলাম।


সুহান রান্নার ঘ্রানে চোখ নাচিয়ে
জড়িয়ে ধরল আমাকে।
অনেক পরিচিত সেই ছোঁয়া
মনটা কেমন জানি কেঁপে উঠল।


মনে পড়ে রিক্সায় করে টিএসসির প্রাঙ্গন
অভিমানের ঝগড়ায় জড়িয়ে ধরা।
গলির মাথার দোকানে বসে
আড় চোখে সিগারেটের ধোঁয়ার ছলে,
হেসে আমাকে দেখা।
টেইলার্সের ছেলের কাছে রেখে যাওয়া
হলুদ খামের চিঠি,
রবীন্দ্রনাথের ভাষায়, সুনীলের নীরায় সাজি।
সদ্য গাওয়া নচিকেতার নীলাঞ্জনা আমি...
কে জানত হয়ে যাব, অঞ্জনের বেলা বোস?


চল্লিশ পেড়িয়ে আজো স্পষ্ট দেখি
সেই খোলা আকাশের নিচে
পাবদা মাছের ঝোলে তোমার গাল।


সুহান খাওয়া শেষ-
মা তোমার পাবদার রেসিপি
তোমার বৌমাকে শিখিয়ে দিও।


হাতে হলুদ খাম নিয়ে
বসার ঘরে সিলিং এ ফের তাকালাম।
মাকড়শার সংসার
আজ না হয় কাল থাকবেনা !


কি আজব এই ধরা
এক ঘর ভেংগে
আরেক ঘরের সৌন্দর্য রক্ষা।


হয়ত এটাই নিয়ম
হয়ত...হয়ত সুখটাই এমন।
--------- প্রেমদেবতা

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

এসো - প্রেমদেবতা

হারিয়ে যাওয়ার গল্প বলি,
চোখের গভীরতায় বিশ্ব ভ্রমণ।
ভাল লাগার আবেগে-
চোখ বুঝে আসা সুখ।

চলো হারিয়ে যাবার কিচ্ছা বলি,
দু'হাতে জড়িয়ে রাখা দুরুদুরু কম্পনে।
পূর্নিমার আলোতে দিঘির জলে
চলো দুজনার হাসি দেখি।
চলো, এখনি চলো এলোমেলো অনুভবে
অঙ্গুলী ভরাট করি অঙ্গুলীর আবেদনে।

এসো আত্মার কথা বলি-
ট্যালিপ্যাথি যোগে,
যে ভালবাসার কথা হয়।

এসো, একটু আপন করে লও।
এসো, আমায় জড়ায়ে লও আপনাতে।
এসো... সুন্দর আবেগে বাঁচাই প্রান।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

দাদা তোমায় বলছি! প্রেমদেবতা

তুমি পূঁজোনীয় নিঃসন্দেহে
তবুও তুমি অবহেলিত।
তুমি ভালোবাসার সৃষ্টিকর্তা,
যদিও তুমি ঈশ্বর নও।
ভালোবাসার সংজ্ঞা হয়ত
তোমার হাসির আড়ালে।
মায়া মমতা ছড়ান-ছিটানো
তোমার মুখের বুলিতে।
তুমি যুগান্তকারী মহাপুরুষ
কিছু কিছু মানুষের অন্তরে।
রবিঠাকুর দেখিনি আমি
দেখিনি সত্যজিৎ।
তোমায় দেখলে বুঝি আমি
কেমন ছিল শৈল্পিক তাঁরা।
রচনার শিল্পগুণ আমার
তোমাতে ধার করা,
যদিও বাহবা মিলে আমাতে
তুমি রও শুন্য হাতে।
ব্যর্থ তুমি মিছে ভাবো,
ব্যর্থ তো তারা,
যারা কিনা কিনল তোমায়
চিনলনা তোমার এক কোণা।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মেয়ে - প্রেমদেবতা

মেয়ে তোমায় সাজিয়েছি কত অনুভবে,
তুমি কখনো বুঝবেনা।
সুনীল তোমায় ভেবে নাম দিয়েছে, নীরা।
আর তোমার জন্য সৃষ্টি হাজারো কবিতা।
তোমায় নিয়ে নচিকেতা বিভোর নীলাঞ্জনা
করে পুরোন গিটারের টুংটাং ছন্দে।
আমি দেবতা সকল কোলাহলে
প্রেমময় আবেগে, খুঁজে ফিরি
তোমার ঠোটের এলোমেলো হাসি।
শরিরের ভাজে তোমার অনুভবে
অনুভুতি জাগে উম্মাদনা একান্ত আপনে।
মেয়ে তুমি রহস্যের আধার,
ধরনীর বুকে উষ্ণ চুমুতে।
তুমি নারী, তুমি প্রেরণা
তুমি ভালবাসার অদেখা গল্প।
কখনো অনুরাগিণী, কখনো অভিলাষী
কখনো ক্লান্তির চোখে উত্তেজনা
ঘ্রাণে ঘুমহারা হাসনাহেনা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

স্বরস্বতী ২ - প্রেমদেবতা

এই যে রাতের গভীরতা
তোমার ঘুমন্ত নিস্পাপ
চোখ বুঝে থাকা আঁধারে
জোছনা স্নানের রেশ রেখে যায়,
কে খোঁজে, আবিষ্কার করে?
আলতো স্পর্শে-
ঠোঁটের কোমল ভালবাসায়।
তুমি নড়ে চড়ে এপাশ থেকে ওপাশ
আমি টেনে এনে কখনো
আলিঙ্গনে ঘর হই তোমার!
তুমি জান কি আমার স্বরস্বতী?



তোমার এলো কেশে আঙ্গুল -
তোমার ঘাড়ের লোম
তোমার অনাবৃত কোমর
লজ্জায় আমাকে সঁপে বলে...
সাক্ষী দেয় অন্ধকার
তোমায় ভালবাসি শ্বাস প্রশ্বাসে।



তুমি আছো তাই আমি অনুভুতিতে বাঁচি,
তুমিহীন আমি কে আমি?
তুমিহীন আমি ঠাঁইহীন অকূল গঙ্গা।


তুমি দেখনি তোমার বুকের ঘ্রানে
আমার অস্তিত্ব হাসে?
অনুরাগেও আমি তোমার,
অভিমানেও ক্ষোভ আমি তোমার।
--------- প্রেমদেবতা
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

লক্ষীটি - প্রেমদেবতা


লক্ষীটি ! আজ সত্যি বলছি
তোমার মনের মত করে চলব।
এই যে আজ থেকে লাল পানি ত্যাগ করলাম।

থাক, তোমার ওই মিথ্যে অযুহাত।

আরে এই যে তোমায় স্পর্শ করে বলছি।

ছোঁবেনা আমায়! বলে দিচ্ছি...

উহু, এই বাহানায় তোমার স্পর্শে,
অনুরাগ দেখতে ভালো লাগে।

ন্যাকা, ন্যাকামি আমার একদম অপছন্দ!
তোমার যা ইচ্ছে করো।
আমার কি? আমার খবর কে রাখবে, হুহ!!

তুমি? তুমি আমার প্রিয়ংবদা;
সেই যে প্রথম অদেখা গল্প হল-
তোমার মনে আছে?

নাহ, মনে নাই। ফালতু লোকের
ফালতু কথার ফাঁদে পরেছিলাম।

ফাঁদ বলছ কেন?
তোমাকে অমন শ্রদ্ধা ভরা
আবেগে কে ভালোবাসবে, বলতে পারো?

হুহ...

বাহ, তুমি যদি জানতে তোমার
ভেংচি আমার কতটা আপন...

থাম, আর তোর মিছে কথা বলতে হবেনা।

এই...এই... ওই... ওই...
লক্ষীটি... তুমি আমার অস্তিত্ব।
অভিমানে থাকলে আমার বড্ড, একা লাগে।
নিঃশ্বাস বেড়ে যায়, শ্বাস কমে আসে।

যা আরো, গিলে আয়,
শ্বাস নিঃশ্বাস ঠিক হয়ে যাবে।

কিসের সাথে কি বলে যাচ্ছ!!
কোথায় তুমি কোথায় ওইসব...
তুমি যে আমার স্বরস্বতী।

তাহলে বলো, আর ছাইপাস ছোঁবেনা।

তোমায় ছোঁব, অপার ভালবাসায়।
তোমায় ছুঁইলে প্রশান্তি আসে।

তাহলে এবার বলো, সিগারেট ছাড়বে কবে?

তোমায়? নাগো, তোমায় ছেড়ে যাবার
ভাবনা কবু যেন মনে না আসে।
তুমি যে সিগারেটের ধোঁয়ার মত
আবছা রহস্যময়ী লাস্যময়ী চিরস্থায়ী।
------------------------- Prem Devota

https://www.youtube.com/watch?v=e3YJl19w9b8

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...