রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

Tui ek ronggin pori

Sopne bivor ekta prem tui...
ekta onuvutir uchaton tui...
eto j apon, eto j buker kapon..
tui ki bujhis amr duru duru
sada kalo jiboner
tui ek ronggin pori...

onno ghore noy ei mon,
onno deshe noy ei prem.
sudui sokal sondha
tui jekhane sekhanei ghori jibon.
tui ki bujhis amr duru duru
sada kalo jiboner
tui ek ronggin pori..
pother chola hok aj ofuronto
tokey niyei thakte chay
priotoma j ekjon e tui...
valobasi hoyna bola
kacei jotobar e asis tui..
Sopne bivor ekta prem tui...
ekta onuvutir uchaton tui...
eto j apon, eto j buker kapon..
tui ki bujhis amr duru duru
sada kalo jiboner
tui ek ronggin pori...

Picture of Prem Devota

Prem Devota

যুদ্ধাপরাধী


এই পথে গেলে
দেখতে পাবে চেনা অতীতকে ।
এই পথে গেলে দেখতে পাবে
কষ্টের আগের সুখটাকে ।
এই পথে গেলে দেখতে পাবে,
লোনা জলে ভেসে আছে
আমারই প্রতিচ্ছবির পঁচা লাশ ।
হয়ত দেখবে চিল-শকুনের
নখের আঁচড়ে ছিন্ন-বিছিন্ন
রক্ত মাখা সবুজ সেই শার্ট ।
হয়ত দেখবে পোষা প্রানীর কান্ড
আনবে টেনে লাশটাকে
বসত বাড়ীর অদূরে ।
হয়ত দেখবে পিঁপড়ের দল
সারি বেঁধে ঢুকছে নাক মুখ দিয়ে ।
হয়ত দেখবে চোখ দুটো নেই
সহসা তুমি ভীত হবে ।
তবুও আমি বলবো তোমায়
পেওনা ভয় কোন কিছুতে ।
আকুল আবেদন তোমার প্রতি
স্বরণ করো এই আমাকে,
ভয় পেয়ে যেওনা সরে
সমাধি দিও আপন হাতে ।

জোনাকির রাত্রি........


রাত্রিকে বলে জোনাকি 
নিশ্চুপ কেন আজ তুমি? 
মন্থর কেন তোমার মুহূর্ত
অমাবস্যার আঁধারকে নিয়ে ?
জোছনা কেন আজ নিমে আসেনা,
হিমেল বাতাসে কেন মন ভরেনা !
একাকি জাগরনে আছ
কেন চুপটি করে……..
হৃদয়ে নিয়ে নীল বেদনাকে ।

যখন সবাই গুমিয়ে পরে
মাঁঝরাতের ঘন্টা বাজে,
নিশ্চুপে তুমি যাও কেঁদে
আমি জোনাকি তখন থাকি পাশে ।
হয়ত তুমি বুঝনা তখন
লোনা জলে ভিজাও নয়ন ।
কেঁদনা বন্ধু মনের কষ্টে
কালো আঁধারে থাকবো
তোমার সাথে।
তুমি রাত্রি আমি জোনাকি
আমার আলোয় করব তোমায় খুশি ।

letter for you..

Ami firiye dilam amr attake..
tmi onk valo thako sukhi thako baki ta jibon..
r jodi somoy pao, tahar maje amr saya khuje nio plz...


প্রিয়তমেষু

আমার অধুরী কাহানীর অপেক্ষা ভোরের,
আমার তন্দ্রাহীন প্রেম
তোমার চন্দ্রালোকে স্নান
করিবার মত লোভনীয়!
তাই প্রহর গুনে
জোনাকির আলোয় ছায়াবতী
এসে প্রেমদেবীর ভালবাসায়,
আমাকে উম্মাদ করে স্বপ্নচারিণীর
সাদা ভুবনে কোলাকিত করবে তাই!

মেঘপরী সাঁঝপরীর সঙ্গে
আমায় করে অপরাজিতার পাপড়ি ছুঁয়ে
ওষ্ঠে উষ্ম চুম্বন!
কারণ, ভালবাসা আজো খুঁজে ফিরি!

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...