রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

জোনাকির রাত্রি........


রাত্রিকে বলে জোনাকি 
নিশ্চুপ কেন আজ তুমি? 
মন্থর কেন তোমার মুহূর্ত
অমাবস্যার আঁধারকে নিয়ে ?
জোছনা কেন আজ নিমে আসেনা,
হিমেল বাতাসে কেন মন ভরেনা !
একাকি জাগরনে আছ
কেন চুপটি করে……..
হৃদয়ে নিয়ে নীল বেদনাকে ।

যখন সবাই গুমিয়ে পরে
মাঁঝরাতের ঘন্টা বাজে,
নিশ্চুপে তুমি যাও কেঁদে
আমি জোনাকি তখন থাকি পাশে ।
হয়ত তুমি বুঝনা তখন
লোনা জলে ভিজাও নয়ন ।
কেঁদনা বন্ধু মনের কষ্টে
কালো আঁধারে থাকবো
তোমার সাথে।
তুমি রাত্রি আমি জোনাকি
আমার আলোয় করব তোমায় খুশি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...