রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

যুদ্ধাপরাধী


এই পথে গেলে
দেখতে পাবে চেনা অতীতকে ।
এই পথে গেলে দেখতে পাবে
কষ্টের আগের সুখটাকে ।
এই পথে গেলে দেখতে পাবে,
লোনা জলে ভেসে আছে
আমারই প্রতিচ্ছবির পঁচা লাশ ।
হয়ত দেখবে চিল-শকুনের
নখের আঁচড়ে ছিন্ন-বিছিন্ন
রক্ত মাখা সবুজ সেই শার্ট ।
হয়ত দেখবে পোষা প্রানীর কান্ড
আনবে টেনে লাশটাকে
বসত বাড়ীর অদূরে ।
হয়ত দেখবে পিঁপড়ের দল
সারি বেঁধে ঢুকছে নাক মুখ দিয়ে ।
হয়ত দেখবে চোখ দুটো নেই
সহসা তুমি ভীত হবে ।
তবুও আমি বলবো তোমায়
পেওনা ভয় কোন কিছুতে ।
আকুল আবেদন তোমার প্রতি
স্বরণ করো এই আমাকে,
ভয় পেয়ে যেওনা সরে
সমাধি দিও আপন হাতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...