রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

প্রিয়তমেষু

আমার অধুরী কাহানীর অপেক্ষা ভোরের,
আমার তন্দ্রাহীন প্রেম
তোমার চন্দ্রালোকে স্নান
করিবার মত লোভনীয়!
তাই প্রহর গুনে
জোনাকির আলোয় ছায়াবতী
এসে প্রেমদেবীর ভালবাসায়,
আমাকে উম্মাদ করে স্বপ্নচারিণীর
সাদা ভুবনে কোলাকিত করবে তাই!

মেঘপরী সাঁঝপরীর সঙ্গে
আমায় করে অপরাজিতার পাপড়ি ছুঁয়ে
ওষ্ঠে উষ্ম চুম্বন!
কারণ, ভালবাসা আজো খুঁজে ফিরি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...