শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

হলুদ খামের চিঠি - প্রেমদেবতা

পুরোন বইয়ের স্তুপ,
ঝেড়ে ফেলার সময় হল
কাগজওয়ালার চিৎকারে।


ঘরের সিলিং জুড়ে মাকড়শার সংসার,
চোখে আজকাল দৃষ্টির জোর নেই।


সফিকের মার এক গল্প রোজ শোনা
নিশ্চুপ ইশারায় হাসি দিয়ে মেনে নেয়া।


কলিং বেল বাজিয়ে দরজার ওপাশে
মাছওয়ালার মুখস্ত বিজ্ঞাপন।


নেব না বলে দিয়েছি
তবুও চুপটি করে দাঁড়িয়ে অপেক্ষা।
কাগজ মেপে যায় সফিকের মা,
আর কথার কাটাকাটিতে ন্যায়ের বিচার।


সুহান আজকাল হেমন্ত মান্নার
আবেগে সকাল বেলায় থাকে আপন মনে।


১৫ কেজি কাগজের দাম
গুনে নিচ্ছে সফিকের মা।
অবহেলায় বেড়িয়ে পড়ে বহু পুরান খাম।
চিনতে আমার ভুল হলনা
ধক করে আপন লেগে যাওয়া লেখা।
সময়টা তখন ৯৩ থেকে ৯৫ এর ধূলো মাখা।


মাছওয়ালা বলে দিদিমনি,
তাজা পাবদা আপনার জন্যই এনেছি।


ঘরে সুহান ভলিউম বারিয়ে শুনছে
কফি হাউসের সেই আড্ডার গল্প।
মাছ নেবনা বলেও কিনে নিলাম।
নিজের হাতে ধুইলাম, কুটলাম
পেঁয়াজ দিয়ে ভুনা করলাম।


সুহান রান্নার ঘ্রানে চোখ নাচিয়ে
জড়িয়ে ধরল আমাকে।
অনেক পরিচিত সেই ছোঁয়া
মনটা কেমন জানি কেঁপে উঠল।


মনে পড়ে রিক্সায় করে টিএসসির প্রাঙ্গন
অভিমানের ঝগড়ায় জড়িয়ে ধরা।
গলির মাথার দোকানে বসে
আড় চোখে সিগারেটের ধোঁয়ার ছলে,
হেসে আমাকে দেখা।
টেইলার্সের ছেলের কাছে রেখে যাওয়া
হলুদ খামের চিঠি,
রবীন্দ্রনাথের ভাষায়, সুনীলের নীরায় সাজি।
সদ্য গাওয়া নচিকেতার নীলাঞ্জনা আমি...
কে জানত হয়ে যাব, অঞ্জনের বেলা বোস?


চল্লিশ পেড়িয়ে আজো স্পষ্ট দেখি
সেই খোলা আকাশের নিচে
পাবদা মাছের ঝোলে তোমার গাল।


সুহান খাওয়া শেষ-
মা তোমার পাবদার রেসিপি
তোমার বৌমাকে শিখিয়ে দিও।


হাতে হলুদ খাম নিয়ে
বসার ঘরে সিলিং এ ফের তাকালাম।
মাকড়শার সংসার
আজ না হয় কাল থাকবেনা !


কি আজব এই ধরা
এক ঘর ভেংগে
আরেক ঘরের সৌন্দর্য রক্ষা।


হয়ত এটাই নিয়ম
হয়ত...হয়ত সুখটাই এমন।
--------- প্রেমদেবতা

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

এসো - প্রেমদেবতা

হারিয়ে যাওয়ার গল্প বলি,
চোখের গভীরতায় বিশ্ব ভ্রমণ।
ভাল লাগার আবেগে-
চোখ বুঝে আসা সুখ।

চলো হারিয়ে যাবার কিচ্ছা বলি,
দু'হাতে জড়িয়ে রাখা দুরুদুরু কম্পনে।
পূর্নিমার আলোতে দিঘির জলে
চলো দুজনার হাসি দেখি।
চলো, এখনি চলো এলোমেলো অনুভবে
অঙ্গুলী ভরাট করি অঙ্গুলীর আবেদনে।

এসো আত্মার কথা বলি-
ট্যালিপ্যাথি যোগে,
যে ভালবাসার কথা হয়।

এসো, একটু আপন করে লও।
এসো, আমায় জড়ায়ে লও আপনাতে।
এসো... সুন্দর আবেগে বাঁচাই প্রান।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

দাদা তোমায় বলছি! প্রেমদেবতা

তুমি পূঁজোনীয় নিঃসন্দেহে
তবুও তুমি অবহেলিত।
তুমি ভালোবাসার সৃষ্টিকর্তা,
যদিও তুমি ঈশ্বর নও।
ভালোবাসার সংজ্ঞা হয়ত
তোমার হাসির আড়ালে।
মায়া মমতা ছড়ান-ছিটানো
তোমার মুখের বুলিতে।
তুমি যুগান্তকারী মহাপুরুষ
কিছু কিছু মানুষের অন্তরে।
রবিঠাকুর দেখিনি আমি
দেখিনি সত্যজিৎ।
তোমায় দেখলে বুঝি আমি
কেমন ছিল শৈল্পিক তাঁরা।
রচনার শিল্পগুণ আমার
তোমাতে ধার করা,
যদিও বাহবা মিলে আমাতে
তুমি রও শুন্য হাতে।
ব্যর্থ তুমি মিছে ভাবো,
ব্যর্থ তো তারা,
যারা কিনা কিনল তোমায়
চিনলনা তোমার এক কোণা।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মেয়ে - প্রেমদেবতা

মেয়ে তোমায় সাজিয়েছি কত অনুভবে,
তুমি কখনো বুঝবেনা।
সুনীল তোমায় ভেবে নাম দিয়েছে, নীরা।
আর তোমার জন্য সৃষ্টি হাজারো কবিতা।
তোমায় নিয়ে নচিকেতা বিভোর নীলাঞ্জনা
করে পুরোন গিটারের টুংটাং ছন্দে।
আমি দেবতা সকল কোলাহলে
প্রেমময় আবেগে, খুঁজে ফিরি
তোমার ঠোটের এলোমেলো হাসি।
শরিরের ভাজে তোমার অনুভবে
অনুভুতি জাগে উম্মাদনা একান্ত আপনে।
মেয়ে তুমি রহস্যের আধার,
ধরনীর বুকে উষ্ণ চুমুতে।
তুমি নারী, তুমি প্রেরণা
তুমি ভালবাসার অদেখা গল্প।
কখনো অনুরাগিণী, কখনো অভিলাষী
কখনো ক্লান্তির চোখে উত্তেজনা
ঘ্রাণে ঘুমহারা হাসনাহেনা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

স্বরস্বতী ২ - প্রেমদেবতা

এই যে রাতের গভীরতা
তোমার ঘুমন্ত নিস্পাপ
চোখ বুঝে থাকা আঁধারে
জোছনা স্নানের রেশ রেখে যায়,
কে খোঁজে, আবিষ্কার করে?
আলতো স্পর্শে-
ঠোঁটের কোমল ভালবাসায়।
তুমি নড়ে চড়ে এপাশ থেকে ওপাশ
আমি টেনে এনে কখনো
আলিঙ্গনে ঘর হই তোমার!
তুমি জান কি আমার স্বরস্বতী?



তোমার এলো কেশে আঙ্গুল -
তোমার ঘাড়ের লোম
তোমার অনাবৃত কোমর
লজ্জায় আমাকে সঁপে বলে...
সাক্ষী দেয় অন্ধকার
তোমায় ভালবাসি শ্বাস প্রশ্বাসে।



তুমি আছো তাই আমি অনুভুতিতে বাঁচি,
তুমিহীন আমি কে আমি?
তুমিহীন আমি ঠাঁইহীন অকূল গঙ্গা।


তুমি দেখনি তোমার বুকের ঘ্রানে
আমার অস্তিত্ব হাসে?
অনুরাগেও আমি তোমার,
অভিমানেও ক্ষোভ আমি তোমার।
--------- প্রেমদেবতা
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

লক্ষীটি - প্রেমদেবতা


লক্ষীটি ! আজ সত্যি বলছি
তোমার মনের মত করে চলব।
এই যে আজ থেকে লাল পানি ত্যাগ করলাম।

থাক, তোমার ওই মিথ্যে অযুহাত।

আরে এই যে তোমায় স্পর্শ করে বলছি।

ছোঁবেনা আমায়! বলে দিচ্ছি...

উহু, এই বাহানায় তোমার স্পর্শে,
অনুরাগ দেখতে ভালো লাগে।

ন্যাকা, ন্যাকামি আমার একদম অপছন্দ!
তোমার যা ইচ্ছে করো।
আমার কি? আমার খবর কে রাখবে, হুহ!!

তুমি? তুমি আমার প্রিয়ংবদা;
সেই যে প্রথম অদেখা গল্প হল-
তোমার মনে আছে?

নাহ, মনে নাই। ফালতু লোকের
ফালতু কথার ফাঁদে পরেছিলাম।

ফাঁদ বলছ কেন?
তোমাকে অমন শ্রদ্ধা ভরা
আবেগে কে ভালোবাসবে, বলতে পারো?

হুহ...

বাহ, তুমি যদি জানতে তোমার
ভেংচি আমার কতটা আপন...

থাম, আর তোর মিছে কথা বলতে হবেনা।

এই...এই... ওই... ওই...
লক্ষীটি... তুমি আমার অস্তিত্ব।
অভিমানে থাকলে আমার বড্ড, একা লাগে।
নিঃশ্বাস বেড়ে যায়, শ্বাস কমে আসে।

যা আরো, গিলে আয়,
শ্বাস নিঃশ্বাস ঠিক হয়ে যাবে।

কিসের সাথে কি বলে যাচ্ছ!!
কোথায় তুমি কোথায় ওইসব...
তুমি যে আমার স্বরস্বতী।

তাহলে বলো, আর ছাইপাস ছোঁবেনা।

তোমায় ছোঁব, অপার ভালবাসায়।
তোমায় ছুঁইলে প্রশান্তি আসে।

তাহলে এবার বলো, সিগারেট ছাড়বে কবে?

তোমায়? নাগো, তোমায় ছেড়ে যাবার
ভাবনা কবু যেন মনে না আসে।
তুমি যে সিগারেটের ধোঁয়ার মত
আবছা রহস্যময়ী লাস্যময়ী চিরস্থায়ী।
------------------------- Prem Devota

https://www.youtube.com/watch?v=e3YJl19w9b8

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

তোমায় ভেবে - প্রেম দেবতা

আজ রাতে তোমায় নিয়ে হোক গল্প,
জোনাকিরা করুক আলাপন।
জানোয়ারের দল ওত পেতে থাকুক,
আগলে রেখে কুয়াসার রহস্য-
চলে আসব তোমায় রচিতে,
সব খারাপের থাবা ভেংগে।
আজ রাতে তোমায় নিয়ে হোক উপন্যাস,
জোছনার বাঁধ উপচে পড়ুক
তোমার চাহুনিতে ঈর্ষা জাগুক।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মেনে নিলাম - প্রেম দেবতা

যাও মেনে নিলাম, তোমার ইচ্ছে
আসবনা তোমার আঙিনায়।
যাও মেনে নিলাম, তোমার অভিযোগ
পথের ভুলে তোমার ঠিকানা খুঁজবনা।
আর বলবোনা তোমার কথা...
ভুলবে কেমন করে তোমার কপলে
ভেজা আদর, আর একাকিত্বে যখন
অশ্রু গড়িয়ে বুকের তিল ছুইবে-
কে অমন আদরে মুছে দেবে শীতের রাতে?
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

প্রেম - প্রেমদেবতা

স্বপ্ন তোমার চোখের ভাষায় গড়েছি
প্রত্যাশা তোমার ছোঁয়াতে পেয়েছি।
হ্যাঁ... তোমাকেই প্রয়োজন আমার অস্তিত্তে,
হ্যাঁ... তোমার নিঃশ্বাস হবে আমার অনুধাবনে।
প্রিয় কিছু চাওয়া, প্রিয় অনুভুতির নেশা
তোমার কপল ছুঁয়ে শুষে নেয়ার শিহরণ।
জাগে হ্যাঁ... জাগে আমার অন্তর জুড়ে।
ভালবাসি এই কথা টুকু জেনে তুমি
ভালবেসো সব ভুলে, চিঠি দিও
হ্যাঁ... চিঠি দিও আঁধারে সব ফেলে জড়িয়ে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

ভালবাসি কবিতা বৈকি - প্রেমদেবতা

আমি কবিতা ভালবাসি কিনা জানিনা,
আমি কবিতা লিখতে জানি কিনা, তাও জানিনা !!
তবে আমি অনুভুতি বলি, নিজের একান্ত নিজের।
সুনীলকে ভালবাসি বা পছন্দ করি কিনা জানিনা।
তবে হঠাৎ নীরার জন্য তার দরফরানি দেখে মনে হয়
ভালবাসার মানুষ সুনীল হতেও পারে !!
কারো জন্য না হলেও, নিজের মনের কথা গুলো-
সুনীলের "যা কিছু তোমার অনুভুতি তা ঠিক ঠিক বলে যাওয়াটাই কবিতা।"
উক্তিতে লিখে যাই আমিও হঠাৎ দেবীর জন্য।
তবে আমিও কবি নই কি? হয়ত হ্যাঁ। ভালবাসি কবিতা বৈকি !!!
-------------- প্রেমদেবতা

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

আজরাইল - প্রেমদেবতা

শোন, আমার ছায়া তোমার শয়নঘরে তোমাকে ডাকছে,
মধুচন্দ্রিমায় তোমায় আজ স্বর্গের সুখ
দেবে বলে, সেই কখন থেকে দাড়িয়ে আছে!!
তুমি সব পিছুটান,সব খুলে ঝেড়ে ফেলে
আমাতে সঁপে দাও তোমার সব কামনা-বাসনা।
দুদিনের দুনিয়ায় আর কি বাকি আছে?
একদিন তো আমার সাথে বর যাত্রায় যাবে!!!
তবে আজ কিসের ভয়? কিসের দ্বিধা?
আমার অপরাধ কি শুধু, আমি আজরাইল???

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অতি সাধারণ - প্রেমদেবতা

জাগোরণের জোয়ারে মাতোয়ারা
বুদ্ধিজীবির গোল টেবিল!!
আমার কি দোষ?
আমি তো অতি সাধারণ
সমাজের নিয়মে একটা পরিবারের
চাহিদা পূরণের চাপে আবদ্ধ!!
তাই স্বপ্নপূরণে অভিসাপ...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

প্রেমিকা - প্রেমদেবতা

প্রেমিকা গেছে ঘুমিয়ে
হার মেনে এই আধাঁরে।
জেগে আছে প্রেমদেবতা
রুপার কাঠি হাতে নিয়ে!
ভয় নেই প্রেমিকা তোমার
ঘুমাও তুমি নির্ভাবনায়।
কেও তোমায় পারবেনা ছুঁইতে
নিঃষ্পাপ আছ,থাকবে তুমি
যতদিন এ দেহে প্রাণ রবে।
আমার তো ঘুম আসেনা
কাব্য ও পারিনা রচিতে!
তাই রবীন্দ্রনাথ হয়ে তোমার
মনে নাইবা পেলাম ঠাঁই!
আফসোস ঘোচাতে জাগি তাই
সারারাত তাই পাহারা দিয়ে যাই.....
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

প্রেমদেবতা - প্রেমদেবতা

ওমন ভালবাসায় আমি মুগ্ধ
এত প্রেম আমার জন্যে
তোমার শয়ন ঘরে!
আমি মুগ্ধ! বিমোহিত!
হয়ত একটু বেশিই আমাকে দিচ্ছ!
এত প্রেমের চিঠি আমার জন্যে...
প্রিয়তমেষু, আমাকে ঋনি করে
দেনাদার কেন করছ?
আমাকে ছায়া হয়ে এত ভালবাস কেন?
প্রেমদেবতা ও যে আজ তোমাতে পরাজিত...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সোমবার, ৪ জুলাই, ২০১৬

ASA University Bangladesh

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শিরোনামহীন - প্রেমদেবতা

আমার কোন গল্প থাকেনা
আমার কোন ইচ্ছে থাকেনা
যা ঘটে আবেগে আসেনা
আবেশে আমি কেঁপে উঠিনা।

এই সম্পর্ক বোধে আসেনা
অনাধিকারচর্চায় ভালোবাসিনা।
এপথ ঘুরে ওপথ যাইনা,
পথের দুরত্বে ক্লান্তি আসেনা।

অন্যের ঘরে শিল্প আসেনা
শিল্পের খোঁজে অবুঝ চেতনা।
বোঝে আসেনা নিয়ম গুলো
অকারনে সাজাই স্বপ্নগুলো।

বলছি আমি চলছি আমি
মেনে নিয়েছি আমি জীবন
       শুধুই শিরোনামহীন !!

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অমানুষ - প্রেমদেবতা

একটি দুয়ারি জরাজীর্ণ পুরান আবরণ
জড়িয়ে আকড়ে রয়েছে বুকটা।
কিছু মনুষ্যপশু লোভাতুর দৃষ্টি
তাহার শেষ সম্বলের পানে।
অবলার কিছুই নেই, ওইটুকু ছাড়া,
সে লুকানোর প্রচেষ্টা করছে...
দেয়ালে পিঠ, প্রাচীর স্তব্ধ করে দেয়
পশুকুল এসে অনেকটা সময় কাটায়
লালাযুক্ত করে আঁচড়ে খায় মেয়েটার বুক...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

রবিবার, ১৯ জুন, ২০১৬

কারণ তুমি প্রেম - প্রেমদেবতা

তুমি নরম আবেশে কান্নার পরে
ফুলে থাকা ভেজা কপলীনি।
তুমি কপল জুড়ে অদেখা দুঃখ,
তুমি সিঁথির পথ জুড়ে-
টেনে নেয়া চুমু!!
তুমি জাপটে আঁকড়ে থাকা প্রিয় হাতছানি-
তুমি কাছে টেনে নেয়া
অবহেলায় জর্জরিত অনুভুতি
কারণ তোমার নাম "প্রেম" !!

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

তুমি জানলেনা - প্রেমদেবতা

ভেজা শহর ভেজা দুটি মন
হেডলাইটের আলোয়
থমকে যায় যান্ত্রিক জীবন।
টিপটিপ বৃষ্টি টিপটিপ অনুভুতিতে
আমি ভাবি তোমার কথা-
তুমি ভাবো আমার কথা।
ছুঁয়ে যায় তোমার ভেজা হাত
আমার কপল জুড়ে!!
আমি তবুও ব্যস্ত থাকি,
যান্ত্রিকতার ডামাঢোলে...
অন্তড়ালে যদিও আমি চাইছি তোমায়-
ছুঁইতে ভেজা ঐ হাত !!
হয়নি তবু, রেখেছি আমি
আমার কপাল তোমার কপালে চুপিসারে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সত্যিই কাউকে বলবনা - প্রেমদেবতা

বলে দাওনা তুমি
মনে যা আছে তোমার...
আমি কাউকেই বলবনা
সত্যিই কাউকে বলবনা...!!
আমার যে একা ঘুম আসেনা,
স্বপ্নে আসো আজকাল যখন তখন...
তোমাকে ছাড়া কি যায় চলা?
আমার ছায়া হয়ে থাকোনা তুমি...
এক তোমাকে পাওয়ার ইচ্ছেই
আমায় কল্পনার হাসায় একা একা...
বলে দাওনা তুমি
মনে যা আছে তোমার...
আমি কাউকেই বলবনা
সত্যিই কাউকে বলবনা...!!
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুদ্ধ তৃপ্ত আত্না - প্রেমদেবতা

তোমার অভ্যন্তরীণ তৃষিত মন,
গভীর আধারে যে সুখটা খোঁজে
আমি তো তোমার সেই সুখ,
তা কি তুমি জানো?

তোমার আন মনা মন যখন
ভিষন একাকিত্তে হাহুতাশ করে,
ঠিক তখন কে ছুঁয়ে যায়
তোমার উষ্ম বক্ষ যুগল দেশে?
সেকি আমার শুদ্ধ তৃপ্ত আত্না নয়?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

স্বরস্বতী - প্রেমদেবতা

তিলোত্তমার তীরে একটি বিকেল কাটাব
যদি তুমি হাতটি ধরে কাঁধে মাথা রাখ|
জোছনার মাঝে আদিম সুখে মাতোয়ারা হব
যদি তুমি শকুন্তলা রূপে আগলে ধরো|
যদি উষ্ম নরম ঠোঁটে আকড়ে ধরো
কসম আদরে তোমায় ঘুম পাড়াব|
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

অনুভুতি - প্রেমদেবতা

আমি কতবার তোমার জন্যে
কাব্য লিখতে বসেছি...
কয়েক দিস্তা কাগজ শেষ
তবুও লেখা হয়না।
কাটাকাটি করেও একটি লাইন
ও লিখতে পারিনি।
কেন জান?
তোমার প্রতি অনুভুতি যে
আমার ভেতরেই অবুঝ অস্থিরতার...
তাই যখন তোমার সামনে পড়ে যাই
কিছুই বলতে পারিনা...
তোমাকে যা বোঝতে চাই
এলোমেলো হয়ে যাই আমি নিজেই...
আচ্ছা তুমি কি আমার এলোমেলো
দেখে বোঝনা?
নাকি তুমি আমাকে ভাবো,
কোন বাংলা সিনেমার পাসিং চরিত্র?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

তুমি - প্রেমদেবতা

তুমি ঘুম ভাংগা চিরকুট হাতে
ছুটে আসো আলোকবর্ষ দুর হতে।
কিসের টানে কারে দেখতে
কার কপালে চুমু দিতে।
ইশ আমি যদি পারতাম হইতে
রোদেলা হয়ে পারতাম ছুঁইতে
মেয়ে তোমার কোমল গাল।
রোদের সাথে ঈর্ষা আমার তাই চিরকাল।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

উপসর্গ - প্রেমদেবতা

আমি বিশ্ব হবো
তুমি কেন বিস্মিত?
আমি তোমার ঘরে মোম জালিয়ে
দেখবনা তোমার সৌন্দর্য।
তোমার গায়ের ঘ্রানে বুঝে নেব,
তোমার ভেতরের রক্তকনিকার খেলা।
তুমি ঢেউ খেলে যাও
আমার কোলের মৃদু ঝাঁকুনিতে।
আমি বিশ্ব হবো,
তোমার গর্বে তোমার পিতা হয়ে, উপসর্গ।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

রবিবার, ১৩ মার্চ, ২০১৬

কথোপকথন - ৩ ( প্রেম দেবতা )

কবিতায় বল, আজ না হয় হলে কবি
আমার জন্যে...

কবি হতে দোষ নাই,
কিন্তু কবিতা বলতে দোষ আছে!!

বাহ।। সুন্দর বলেছ কবি

হুম...

তবুও শ্রোতা শুনতে চায় আরো...

আজ তোমার প্রতি নাই কোন অভিমান,
তাইতো করেছি নিজের সুখটাকে পরিত্রান।

তবুও তো সেই সুখ আমার তরে নয়,
রেখেছ যতনে তাহার জন্যে
যদি চেয়েছিলে সেই সুখ,
তবে কেনইবা করেছিলে-


আমার এই শান্ত মনটাকে ভাবুক?
তোমার নিকষ কাল দীপ্তময় চোখ,
তোমার আড়ালে থাকা উঁকি দেয়া মুখ,
আমায় ভাবিয়েছে যে সারাটা রাত
তাই...

যদি এমন না করতে তবে
হয়তবা তুমি আজ হতে না
এই মনের আগুন্তুক!!!

আগুন্তুক করেই রেখেছ তবে,
বসার ঘরেই ঠাঁই দিলে,
আমি যে চেয়েছি একটু বেশি
তা কি তুমি বুঝনি?

যার আমাকে নিয়ে এত ভাবনা,
সে কি করেই ভাবলো যে-
আমি তার হতে চাইনা?

কি করে বুঝিবে সে?
সে যে নগন্য এক অতিজীব!

যখন আমি তার চোখে চোখ পরায়
আড়াল করেছিলাম নিজেকে,
যখন তার ভালো লাগায় নিজেকে মানিয়েছিলাম,
যখন তার পাগলামোতায়
নিজেকে পাগল করেছিলাম,
তখনো কি বুঝেনি আমি তাকে
কতটা ভালবেসেছি?

ভয়, ভয় যে থাকে “পরশ পাথর ছুঁইতে”
তুমি কখনো শুনেছ, হীরা সাধারন কেও পায়?
তুমি কি দেখেছ এমন স্পর্দা করেছে কখন কেও?
আমি যে অতিনগন্য বালিকা...
আর তুমি যে স্বপ্নকন্যা
হাজারো যুবকের স্বপ্নের!

যতদিন পর্যন্ত পারবেনা,
এই ভয়কে করতে জয়
ততদিন পর্যন্ত হবে ভালোবাসার পরাজয়।
আর তাছাড়া তুমি ভুলে গেলে বালক,
তোমার স্বপ্নে আসি বলেই তো
আমি আজ স্বপ্নকন্যা।

কবিতা, তুমি যে কবির কবিতা
কবির আদরের মনের মত গড়া।
স্বপ্নকন্যা, যে সবার স্বপ্নের কন্যা!
আমি যে তাদেরই একজন।
আমি যে পাপী, তাই ভয় আরো বেশি।

ভুল না করলে কি করে শিখবে বলো?

আমি যে ক্লান্ত, ভুলে ভুলেই পথের ধার করেছি।

আমি জানি তুমি ক্লান্ত,
তাইতো আমি তোমার জন্য
পথে দাঁড়িয়ে অপেক্ষা করছি
নিজ হাতে তোমার পিপাসা মিটাবো বলে।

এ পিপাসা যে মিটবেনা,
তোমার চোখের লুকোচুরিতে
আড়াল হাসির ঠোঁটের নির্লিপ্ততায়
হারিয়ে যেতে ইচ্ছে যে বারিয়ে দেয়!!!

তবে যাও আরো হাড়িয়ে,
কথা দিচ্ছি আমি তোমাকে খুঁজে আনব।
তারপর খোলা আকাশের নিচে 
তোমায় নিয়ে ঘর বাধঁব।

পাবেনা, আমি যে নিজেকে গুছিয়ে রাখতে পারিনা।
পরিশেষে একূল অকূল দুই হারাবে বালিকা।

সব হারিয়ে যাক, পড়োয়া করিনা,
যদি তোমার হাতে রাখ একবার!!
বলো কখনো ছেড়ে যাবেনা??


ফের ভয় হয়, এটা কি শুধুই 
কোন কিশোরী মনের মোহ?
মোহ কি? তাতো বুঝতেই পারিনি-
সেটা বোঝার আগেই তো,
তোমার মাঝে আমি হারিয়ে একাকার।

ফের ভয়, যার পিছনে রাজ্য ঘোরে
সেইজন কি করে এক সাধারন পাপীর হবে?
বালিকা, রেহাই দাও...
আমি ভয় পেতে চাইনা
মিথ্যে করতে চাইনা আমার বাস্তবতা।
যেতে দাও আমায়, আমার ঠিকানায়।

আমিতো তোমাকে তোমার ঠিকানায়
যেতে বারণ করছিনা।
আমি শুধু বলছি, আমাকে সাথে নিয়ে যাও।
আর যদি তা নাইবা হয়-
তবে নিজ হস্তে, 
আজ আমায় শেষ করে দাও।
তখন হয়ত মরেও শান্তি পাব!
ভাববো আমার ভালোবাসা অমর,
আজ তার তরে।

এ তোমার কচি অবুঝ মনের আবেগ
তুমি আমায় যা ভেবে আছো, আমি তা নই!!
আমি পাপী... শুদু পাপই আমার সঙ্গী।

যদি তুমি আমায় ভালবেসে
পাপ করে থাকো তবে,
সেই পাপ আমিও করেছি।
যদি আমার ভালবেসে পাপই হয়,
তবে তার সঙ্গী হিসেবে আমি পাপী।
জল ছাড়া নদী আর 
স্বপ্ন ছাড়া স্বপ্নবালিকা, দুটোই বেমানান।
যদি তুমি এভাবে আমায়
মাঝপথে রেখে যাবে,
তবে কেন বলো, কেন এভাবে
আমায় ভালোবাসায় কাতর করেছ?
বলো বালক?

কেন এত অপবাদ বয়ে যাবে আমার সাথে?
বালিকা, আমি যে তোমার সুন্দর 
একটা জীবন দেখতে চাই...

তুমি কি শুধুই নিজের চাওয়াটাই দেখবে বালক?
একবার ও ভাববেনা, আমি কি চাই?
কি চায় আমার মন?

কি চায়? বুঝ তোমার মন কেন অবুঝ?
এই মন শুধু তোমায় চায়,
তোমার ওই আকাশে ডানা মেলে উড়তে চায়।

বালিকা তুমি আবারো ভুল করছ
দূর থেকে যা তোমার ঠিকানা ভাবছ,
আসলে সেটা বিভিষীকা!!!

তোমাকে ভালবেসে আমি
আগুনের উত্তপ্ত দহনে পুড়ে যেয়ে
নিজেকে ধন্য মনে করব।

তুমি বাচবেনা, ফিরে পাবেনা বর্তমান
সারা জীবন ঠুকরে কাদঁবে।
বালকটি এক ছল-চতুর মরিচীকা
শুধু খুন করতে জানে, কাওকে বাচাতে জানেনা।

ভালোবাসার হাতে মরেই যে অমর হওয়া যায়,
তা কি তুমি জানোনা বালক?
তোমার ছোঁয়া পেয়ে মরে তো আমি ধন্য।

হাসি পায়, বালিকা
তুমি লক্ষী খুকীর মত।
খুকীরা যেমন বায়না ধরে।
তোমার কান্নার জোয়ার আমি।
তোমার অভিশাপ আমি।

এটা ভুল বললে।
তুমি তো আমার ক্লান্ত দুপুরের আঝর বৃষ্টি।
তুমি তো আমার বৃষ্টি ভেজা সকালের মিষ্টি রোদ।
তুমি তো আমার তৃষ্ণা মেটানো জল।
তুমি তো আমার খোলা আকাশ,
যেখানে আমি ঘুরে বেড়াই।


ওভাবে বলনা বালিকা,
তোমার অজান্তে তোমাকে ছুয়েঁ ফেলব।
তুমি নিজেও জানবেনা,
তোমার ভেতর আমি তোমাকে হাতরে যাচ্ছি।
তোমার কপাল ছুঁয়ে, তোমার চোখ ছুঁয়ে
নিঃশ্বাস ফেলছি তোমার কপলে।
বালিকা তুমি পালাও।
বালিকা পালাও বলছি,
পুরুষত্ব জাগ্লে সব ভুলে যাব।
তোমাকে নারী ভেবে আগলে নেব।
তুমি যাও ...

আমিও সেটাই চাই,
তুমি আমাকে ছুঁয়ে যাও।
প্রতিটা মুহুর্ত তোমার হৃদয়
আমার হৃদয়ে মিশে থাকুক।
এভাবে যাওয়া যাবেনা বালক,
এখন আমি কিছুই পেলামনা,
কিছুই পারলামনা আত্তস্ত্ব করতে।

কি চাও বলতো?
তুমি চাও তোমার ভেতর আমি কেড়ে নেই?
তুমি কি চাও, আমি তোমার সব সুখ কেড়ে
তোমাকে ভিখেরী করে দেই?
তুমি কি চাও বালিকা?
আমি নষ্ট শামুকের মত। আমি নষ্ট…

হ্যাঁ আমি চাই তুমি আমার
সব কেড়ে নাও,
আমায় শেষ করে দাও।
আমি তোমার মনের ভিখেরী হতে চাই।

আমি কোন ভিখেরীকে ভালবাসিনা,
বরং সেই আমার প্রিয়-
যে বীরাঙ্গনার বেশে আমায় চায়!!

বলো বালক তুমি তাই করবে?
কথা দাও বালক, তুমি আজ আমায় হতাশ করবেনা।
তবে তোমার কথাই থাকলো,
তাই মাথা পেতে নিলাম, তবে তাই হবে।

আমায় কেড়ে নেয়ার সুযোগ দিওনা।
তোমার সততা আর স্বতীত্ব হরন হবে।
পুরুষ জাতি বরো খারাপ বালিকা।
তোমায় শ্রদ্ধ্যা করেছি বলেই বলছি বালিকা।

হা হা হা ...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

Prem Devota: নীল জোছনা - প্রেমদেবতা

Prem Devota: নীল জোছনা - প্রেমদেবতা: যখন তুমি আমায় ঘৃনা কর কেন জানি ভালবাসার ঝড়ে ভিজে যায় আমার নীল মনি। মনে কি পড়ে সেই প্রথম পরিচয়? যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে। লুকোচুরি খেলা... Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

নীল জোছনা - প্রেমদেবতা

যখন তুমি আমায় ঘৃনা কর
কেন জানি ভালবাসার ঝড়ে
ভিজে যায় আমার নীল মনি।
মনে কি পড়ে সেই প্রথম পরিচয়?
যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে।
লুকোচুরি খেলায় তুমি সবসময় জয়ী।
তবে একবার তুমি হেরেছিলে,
তাও আমায় ভালবেসেছ বলে।
তবে উত্তরের জানালায়
আজ হয়ত কেও আর আসেনা।
সাঁঝের দেবীকেও আমি করেছি ঘর ছাড়া।

এখন তোমার অনুভবে
আমার অনুভুতি অনুরাগে ভাসে।
আমার দুএক কথায় এখনও
তোমার নামটি অবচেতনে বলা হয়ে যায়।

ছায়াবতী তাতে কষ্ট পেলেও 
সুখটা খুঁজে নেয়।
মনে পরে কি তোমার,
কতটা মুখোমুখি ছিল তোমার আমার নাক?
তোমার নাকের উষ্মতা -
আমার ভেতরের পুরুষত্তকে ডেকেছিল।
তবে কেন জানি তার চেয়ে তোমার
হাসিটাই আমায় সম্মোহন করেছে বেশি।

কত রাত তোমার গায়ের ঘ্রান খুঁজে
স্বপ্নচারী হয়ে ছায়ার মাঝে পরাজিত হয়েছি
অপরাজিতার নীল জোছনায়।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

ভাবছি তোমায় - প্রেমদেবতা

তুমি একটা উপন্যাসের অধ্যায়
দেখেছে যারা
তারাই তোমায় ভালবাসায় জড়িয়েছে।
তুমি ধর্ষিতা,
সাক্ষী হাজারো অট্টহাসির।
যা চলে তোরা,
আমি যাবনা, ভালোবাসি যে তোমায়।
তুমি একটা ক্যানভাসের ফলক
রেখেছ লুকিয়ে গোপনে –
কখনো গঙ্গা তুমি, কখনো মেঘনা।
কখনো আবার নীলগিরি হয়ে কাছে টানো।

তোমার বুকের উষ্মতায় আমার গভীর সুখ,
তোমার চাপা কষ্টে,
ঘুমরে কাঁদে কিশোরীর চিরচেনা সুর।
তুমি মা, তুমি ভূমি
তুমি প্রেমিকা আমার দেবী।

লাখো তরুনের শ্লোগান
জন্ম দেয় একটি একটি কৃতি সন্তান।
আমার যে কিচ্ছু নেই দেবার তোমায়
শত্রুর উলঙ্গতার থেকে করেছে রক্ষা তোমায়,
শফিক, বরকতেরা পরিয়ে লাল টিপ,
তোমার সবুজের আচ্ছাদনে।

খুঁজেছে তোমায় কতনা কবি!
খুঁজেছে তোমায় রোকেয়ার মত নারী!
রবীদার বাংলা তুমি, মাইকেলের দুগ্ধ স্রোতসিনী।
কখনও ভাবিনি আমি, খুঁজিব তোমায়
আগলে রাখার স্থান।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

"তুই আমার বন্ধু" - প্রেম দেবতা

তুই ভালবাসার একটা সদ্য কবিতা,
এক শ্রাবনের চোখাচোখি তুই।
তুই না জেনে ভাঙ্গিস, আবার গড়িস
তুই নিজের অজান্তেই ভালবাসা দিস।

তুই মেঘলা আকাশে,
মন খারাপ করা পুরুষের স্বপ্ন।
তুই নিজের আবেগে লুকানো ভাঙ্গা চর।
যত ভাবনা, যত অনুপ্রেরনা
তুই আমার, উপন্যাসের পাতায়
এক ফোঁটা জল।
যত দুঃখ তোর চাপা কষ্ট
তুই আমার বন্ধু, তৃষ্ণার জল।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

তুমি - প্রেমদেবতা



নেই তুমি নেই আমি
গল্পগুলো তবু অমলিন।
সকাল হলে আজো তুমি
পুঁজোর থালা সাজাও,
সন্ধ্যে হলে কাকে ভেবে
প্রার্থনার প্রদীপ জ্বালাও।
ধূপের ধোঁয়ায় বাতাস ঘোলাটে,
ঘোলাটে আমার একলা আকাশ।
অন্ধকার হলে মেঘ বলি,
বৃষ্টি হলে কান্নার ধ্বনি।
আজো খুঁজি, হাতরে ফিরি
আলিঙ্গনে তোমায় আমি।


তুমি এতগুলো স্মৃতি
তুমি মুঠোফোনের প্রান।
তুমি আমারি, চাই তোমার বিহনে-
হাতে হাত রেখে ভীষন স্পর্শে।
তুমি জিবনের সব রঙে
দিয়ে যাওয়া উপন্যাস।


তুমি একলা আবেগে
আমার জয়ের প্রেরনা।
একসাথে থাকা সব মুহুর্ত
পাশাপাশি চেয়ে থাকা প্রেম,
আজো প্রার্থনায় ঠুকরে বলি
মন ভালো নেই।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

কথোপকথন (২) - প্রেমদেবতা

সেদিন, সময়ক্ষন সঠিক মনে নেই।
এইতো সন্ধ্যে হবে এমন সময়,
ওহ, গোধূলি লগ্ন বলে নাকি? তুমিই তো বলেছিলে।
হুম, খুব ইচ্ছে করছিল বিকেলটা
মধুর ক্যান্টিনের পাশে কাটাই।
আরে ওই যে সেখানটায়- রোজ অফিস শেষে,
তুমি আমি সিঁড়িতে বসতাম।
আরে তোমার মনে নেই, একদিন তোমার হাতে
হাত রেখে বলেছিলাম...থাক ওসব কথা!
আচ্ছা তুমিতো আগের চেয়ে সুন্দর হয়েছ বেশ।
সে তোমায় খুব আদর করে; বোঝা যায়।
কি দেখ অমন করে, কিছু বলবে না?


তুমি অভিনয় করলে না কেন?
পর্দার পিছনে আর তোমায় মানায় না।
হঠাত একথা কেন রে?
অবশ্য ভালই হয়েছে অভিনয়ে যাওনি, ফ্লপ হতে।
ফ্লপ?
হুম কারন তোমার অভিনয়ের দুর্বলতা আমি বুঝে যাই।
স্বরস্বতী যে তুই আমার তাই।


Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

কাঁদতে দে - সুমন চট্টোপাধ্যায় - a song for Rajan - Suman Chatterjee

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...