মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

সরল আক্ষেপ - প্রেমদেবতা

আমি ছিলাম অবুঝ ছেলে
বুঝিনি প্রেম হয় কিসে? 
বুঝিনি তোমার ভালোলাগার মানে, 
আমার মাঝেই যে ছিল 
তোমার দুহাত দিয়ে বোনা স্বপন। 

বড় অবেলায় তুমি এসেছিলে 
হাসি পাগলামিতে মেতে 
অবুঝ শাসন ছিল 
আমার জগতের আংগিনা জুড়ে। 

যখন নেই তুমি, 
পড়েনা মনে এই আমাকে। 
তখন কেন তোমার কথা 
মন থেকে মুছেনা অলস প্রহরে। 

আজ আমি বুঝতে শিখেছি 
প্রেম হয় কিসে! 
বুঝতে পারি প্রেমের ছোঁয়া 
তোমার প্রতিটি অভিমানে। 

বড় অবেলায় তুমি এসেছিলে 
বড্ড বেশি বাস্তবতা শিখিয়েছ, 
বড্ড বেশি একা করে দিয়েছ।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

তোমার জন্য লেখা গান - প্রেমদেবতা

আয় হাতটা বাড়িয়ে আকাশের বিশালতা ছুঁই
না পাওয়া অভাবে মন খারাপের গল্প ভুলে,
মধ্যরাতের ফুঁপিয়ে চাপা কান্নার বিদায় সম্ভাষণে
আয় চিঠি দিয়ে কাগজের উড়োযান বানাই।

জানি তুই আমার মতই অবহেলার বেখেয়ালি
জানি তুই কোলাহলে কষ্টের কোলাজ,
মন্তাজ ফ্রেমের ক্যামেরাবন্দী শ্রেষ্ঠ ছবি।

আয় না নতুন করে আরেকবার ভুলের পথে
চোখে চোখে প্রিয় চুম্বনে দুঃক্ষ ভাগাভাগি করি।
আর সাহস হয়ে এক পথে নিঃস্বতা বিলাই।

তুই শুধু আরেকবার শিশুর মত
আমার বুকটা ভিজিয়ে দে
হাজার বছরের আহাজারির অশ্রু জলে।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সোমবার, ২৭ মার্চ, ২০১৭

ভালবাসতে চাই - প্রেমদেবতা

তোমার অনাবৃত কোমরের কেন্দ্রে
নাভির ফুলঝুড়ির সৌখিন ভাঁজের
সৌন্দর্যের রঙ আমি দেখিতে চাই।

কানের কাছে ফিসফিসিয়ে
ব্যাকুল আবেগে শোনাব বলে
কামুকতা আমি চাই।

কাঁধের কাছে ঘাড়ের পাশে
এঁকে দেব বলে প্রেমের চিহ্ন
জড়ায়ে বুকের মাঝে রাখতে চাই।

বিশ্বাসে তোমায় ভালবাসার কথা
ঠোঁটে ঠোঁটে স্পর্শে বলব বলে
আরো কাছে যে তোমাকে চাই।

তোমার মসৃণ পিঠের উষ্ণ অনুভবে
আর মুখোমুখি লেপ্টে থাকা ভেজা চুমুতে
হারিয়ে যাবার কল্পনায় ডুবে যেতে চাই।

আধো ঘুমের জাগরণে
রাতের নির্জনে, তোমায় আমি
এই বুকে আগলে রাখতে চাই।
আর উৎসর্গে নিজেকে তোমার
শুধুই তোমার করতে চাই...!!
--------------------------প্রেমদেবতা

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

একটি চোখের গল্প - প্রেমদেবতা

সেদিন তুমি আমি বেশ কাছাকাছি ছিলাম,
রিক্সার ঝাঁকুনিতে তোমার বাহুর ধাক্কায়
স্পর্শের আবেশে ধুকুপুকু হৃদস্পন্দন।
দুক্ষিত চাহুনির ছলে অবাক
কাছে পাওয়ার অভিলাষে যাযাবর মন।

তুমি আলতো হাসির সংকেতে
মেনে নেয়ার ভংগিতে রহস্যাবৃত।
আমি ঠায় স্তব্ধ তোমার অক্ষিবৃন্তে
ইচ্ছের ঘরে সুখের কল্পনা।

ব্যস্ত নগরী, থেমে যাওয়া অনুভুতিতে
কথা গুছানোর প্রেমের চিঠিতে
দিনরাতের হাজারো প্রেমের গল্প হয়ে
আজকাল তোমার বিচরণ স্বদর্পনে।

তুমি কাজল ছলে নাচিয়ে চোখ
আরেকবার খেলে যাও, 
দূর হতে লক্ষি মেয়ে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...