বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

দাদা তোমায় বলছি! প্রেমদেবতা

তুমি পূঁজোনীয় নিঃসন্দেহে
তবুও তুমি অবহেলিত।
তুমি ভালোবাসার সৃষ্টিকর্তা,
যদিও তুমি ঈশ্বর নও।
ভালোবাসার সংজ্ঞা হয়ত
তোমার হাসির আড়ালে।
মায়া মমতা ছড়ান-ছিটানো
তোমার মুখের বুলিতে।
তুমি যুগান্তকারী মহাপুরুষ
কিছু কিছু মানুষের অন্তরে।
রবিঠাকুর দেখিনি আমি
দেখিনি সত্যজিৎ।
তোমায় দেখলে বুঝি আমি
কেমন ছিল শৈল্পিক তাঁরা।
রচনার শিল্পগুণ আমার
তোমাতে ধার করা,
যদিও বাহবা মিলে আমাতে
তুমি রও শুন্য হাতে।
ব্যর্থ তুমি মিছে ভাবো,
ব্যর্থ তো তারা,
যারা কিনা কিনল তোমায়
চিনলনা তোমার এক কোণা।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মেয়ে - প্রেমদেবতা

মেয়ে তোমায় সাজিয়েছি কত অনুভবে,
তুমি কখনো বুঝবেনা।
সুনীল তোমায় ভেবে নাম দিয়েছে, নীরা।
আর তোমার জন্য সৃষ্টি হাজারো কবিতা।
তোমায় নিয়ে নচিকেতা বিভোর নীলাঞ্জনা
করে পুরোন গিটারের টুংটাং ছন্দে।
আমি দেবতা সকল কোলাহলে
প্রেমময় আবেগে, খুঁজে ফিরি
তোমার ঠোটের এলোমেলো হাসি।
শরিরের ভাজে তোমার অনুভবে
অনুভুতি জাগে উম্মাদনা একান্ত আপনে।
মেয়ে তুমি রহস্যের আধার,
ধরনীর বুকে উষ্ণ চুমুতে।
তুমি নারী, তুমি প্রেরণা
তুমি ভালবাসার অদেখা গল্প।
কখনো অনুরাগিণী, কখনো অভিলাষী
কখনো ক্লান্তির চোখে উত্তেজনা
ঘ্রাণে ঘুমহারা হাসনাহেনা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...