সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

তুমি শ্রেষ্ঠ - প্রেমদেবতা

                                                                                                   Oct. 22, 2015
তুমি রাতের রানী, বিশাল অট্টালিকায়
কখনো হাতের মুঠোয় নেশার গ্লাস
জড়ান স্বরে স্পষ্ট তোমার চাঁপা কষ্ট।
আমি দেখেও দেখিনি, বুঝেও বুঝিনি।
তুমি কেঁদেছিলে যেদিন সর্বস্ব হারিয়ে
সেদিন আত্নহননের অপরাধে
ঈশ্বরের কাছেও যাইনি।
আমি বুঝতে চাইনি তোমার
অনামিকা কেন আজো খালি।
আমি দেখেও প্রশ্ন করিনি
ভ্যানিটি ব্যাগে কনডমের পাশে
গোলাপটি কেন গেছে শুকিয়ে।
তুমি চিৎকার করে কাঁদ।
ব্যস্ত নগরীতে সে শব্দ
হায়! মিলিয়ে যায় ভেঁপুর ছন্দে।
তুমি কেন বুকে টেনে ফিরিয়ে দাও
আমি বুঝেও বুঝিনি।
তুমি ভোগের সুখ, তাই
তোমায় ছুঁয়েছে হাজারো অসুর।
তোমায় লোকে বলে নষ্ট
আমি বলি তুমি শ্রেষ্ঠ।
-----------------Prem Devota

আমার ব্যর্থতা



তোমার অন্বেষণে,
আমার কুয়াশায় বিচরণ|
আমি অন্য কেও অন্য কোথাও..
ভুলে যাব আমি আমাকে,
নতুন কোন এক ভোরে|
আমার আকাঙ্খাহীন জিবনে
বলতে পারিনা আজ,
তুমি কি আমার পরিচিতা?
ইচ্ছের বাধন সময়ের ঘড়ির তালে
কল্পনার আকাঙ্খা হয় কি পূরণ?
তোমার আমার অদেখা প্রেম
মঞ্চে যায়না দেখা
এ অন্য রকম ভালবাসা,
তুমি বুঝবেনা আমিও বুঝাতে পারিনা|

তুমি কি, জানো?

মাঝে মাঝে ইচ্ছে করে
তোমায় নিয়ে কবিতা লিখি!
কিন্তু, কিন্তু যতবার চেয়েছি লিখতে
কেন জানি শব্দ হারাই তোমায় বুঝাতে।

তুমি কি, বলতে পার?
তোমাতে আমার কেন চঞ্চলতা?
জানি, জানি তুমি পারবেনা।
তুমি তো আর বাসনা ভালো,
আমার মত এতটা মায়ায়।

তুমি কি, জানো?
তোমার চোখের পলকে
আমি অংক কষি।
তুমি কি, জানো ?
ওই চোখে ধুলো পড়লে
হাওয়া হয়ে ধূলো ঝারি।

মনে পড়ে এক গোধূলী ঝড়ে,
তোমার চোখে কষ্ট হচ্ছিল!
আমি কান্না হয়ে ঝরেছি
তোমার নাক ছুঁইয়ে ঠোটের তিলে।
তুমি স্তব্দ দীর্ঘশ্বাসে,
টেনেছিলে নিজের করে।
আমি ভেংগেছি চূড়মাড় করে।
নিজের ইন্দ্রিয় স্বত্তা জুড়ে।
ভালবাসায় এমন সুখ তুমিই বুঝিয়েছ-
তবে আজ ব্যস্ত হয়ে
অফিসে বসে হিসাব করছ।

ভাবখানা এমন, যেন তোমার অনুভুতি হয়না একটুও।

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...