মাঝে মাঝে ইচ্ছে করে
তোমায় নিয়ে কবিতা লিখি!
কিন্তু, কিন্তু যতবার চেয়েছি
লিখতে
কেন জানি শব্দ হারাই তোমায়
বুঝাতে।
তুমি কি, বলতে পার?
তোমাতে আমার কেন চঞ্চলতা?
জানি, জানি তুমি পারবেনা।
তুমি তো আর বাসনা ভালো,
আমার মত এতটা মায়ায়।
তুমি কি, জানো?
তোমার চোখের পলকে
আমি অংক কষি।
তুমি কি, জানো ?
ওই চোখে ধুলো পড়লে
হাওয়া হয়ে ধূলো ঝারি।
মনে পড়ে এক গোধূলী ঝড়ে,
তোমার চোখে কষ্ট হচ্ছিল!
আমি কান্না হয়ে ঝরেছি
তোমার নাক ছুঁইয়ে ঠোটের
তিলে।
তুমি স্তব্দ দীর্ঘশ্বাসে,
টেনেছিলে নিজের করে।
আমি ভেংগেছি চূড়মাড় করে।
নিজের ইন্দ্রিয় স্বত্তা
জুড়ে।
ভালবাসায় এমন সুখ তুমিই
বুঝিয়েছ-
তবে আজ ব্যস্ত হয়ে
অফিসে বসে হিসাব করছ।
ভাবখানা এমন, যেন তোমার
অনুভুতি হয়না একটুও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন