সময়, তোমার দুহাত ছুঁইতে গিয়ে কখন যে
রূপকথার ঘোড়ার মত দৌড়ে গেল
আমি ঠিক ঠাউর করতে পারিনি।
এই ইলেক্ট্রনিকের যুগে অদেখা প্রেমের
আবেশে আবেগাপ্লুত ছটফটানি -
হয়ত তোমাকে দিয়ে উদাহরণ করেছে
মহাজাগতিক অনুশাসনে প্রকৃতি।
আমার আজো স্পষ্টত মনে পড়ে
মিকো নামক পত্রমিতালী বন্ধুত্বের লেখা।
কে জানতো, আমরা কি জানতাম বলো?
এটা যে বিধাতার সিনেমার প্রথম দৃশ্য।
আমরা কেউ জানতাম না,
হয়ত জানবার প্রয়োজন ছিলনা।
তবুও কেন যে প্রয়োজন হয়ে গেল,
সাম্প্রদায়িক এই সমাজে, ঠিক ঠাউরে আসেনা।
কলাভবনের সিঁড়িটায় আজ
অন্য কেউ আড্ডা দেয়।
একটা ছেলে এখনও সিগারেট টানে।
তবে গোল্ডলিফ লাইট কিনা জানিনা।
আমার ভাঙা নীল মোটরবাইক এখনো আছে
গ্যারেজ এ চাদরে ঢাকা।
তবে কেউ আর বসেনি
সে কাউকে আর মেনে নিবেনা হয়ত।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
রূপকথার ঘোড়ার মত দৌড়ে গেল
আমি ঠিক ঠাউর করতে পারিনি।
এই ইলেক্ট্রনিকের যুগে অদেখা প্রেমের
আবেশে আবেগাপ্লুত ছটফটানি -
হয়ত তোমাকে দিয়ে উদাহরণ করেছে
মহাজাগতিক অনুশাসনে প্রকৃতি।
আমার আজো স্পষ্টত মনে পড়ে
মিকো নামক পত্রমিতালী বন্ধুত্বের লেখা।
কে জানতো, আমরা কি জানতাম বলো?
এটা যে বিধাতার সিনেমার প্রথম দৃশ্য।
আমরা কেউ জানতাম না,
হয়ত জানবার প্রয়োজন ছিলনা।
তবুও কেন যে প্রয়োজন হয়ে গেল,
সাম্প্রদায়িক এই সমাজে, ঠিক ঠাউরে আসেনা।
কলাভবনের সিঁড়িটায় আজ
অন্য কেউ আড্ডা দেয়।
একটা ছেলে এখনও সিগারেট টানে।
তবে গোল্ডলিফ লাইট কিনা জানিনা।
আমার ভাঙা নীল মোটরবাইক এখনো আছে
গ্যারেজ এ চাদরে ঢাকা।
তবে কেউ আর বসেনি
সে কাউকে আর মেনে নিবেনা হয়ত।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""