বুধবার, ১৭ মে, ২০১৭

একলা আমি - প্রেমদেবতা

অনুশাসনে ভারাক্রান্ত
প্রেম আমার তুমি ...
উপন্যাসিক আমার লেখায়
ট্র্যাজেডির ক্ষতবিক্ষত চরিত্র তুমি!!

এই তুমি, কত স্নিগ্ধতায়
কেঁদেছিলে জড়িয়ে আমার বুক;
এই তুমি, ঠোঁটের চুম্বনে
শুষে নিয়েছিলে দুঃক্ষ সবটুকু।

তবুও সামাজিকতা তোমায় আমায়
করেছে ব্যথাতুর।
তবুও ধর্ম নিয়মে তুমি আমি
হয়ে যাই বহুদূর।

অনুশাসনে এই পথ
চাইনি তুমি আমি।
এসো পালাই এক আত্নায়
ভুলে সবকিছু...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

দুরত্ব - প্রেমদেবতা

মৌনতা তোমার আমার দুরত্ব!
মুঠোফোনে ই-চিঠির নীরবতা
আর শুয়ে শুয়ে সিলিঙ পানে,
চেয়ে থাকা অগোছালো ভাবনা
আমার কল্পিত অস্তিত্ব অনুভব।

দূরপাল্লার যানবাহনে যাত্রীর অস্থিরতা
আর নরম বিছানায় এপাশ ওপাশ
একই ঘড়ির টিকটিক অপেক্ষা।

ভোরের জন্য মশার ডাকাডাকি
ব্যস্ত সকালের কোলাহলে মিলে
যান্ত্রিক হাসির সংবর্ধনা।

অপরাহ্নের গরমে,
সহকর্মীর কথার ছলে
ক্ষিদের ঘরে মুক্তিদান।
সিগারেটের ধোয়ায় প্রিয়তমার
কন্ঠ শোনার ব্যাকুলিত মন
ব্যর্থতার ভয়ে এক মনে একলা থাকা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

আকুতি - প্রেমদেবতা

নিয়ে যাও আমায়,
আমার হতে অন্যথায়।
নিয়ে যাও আমায়
তোমার প্রেমের ঠিকানায়।
যেখানে জীবন হারায়
অবাক জোছনায়
শব্দ খুঁজে পায়
চোখের ভাষায়।

নিয়ে যাও আমায় সঙ্গী করে
নিয়ে যাও আমায় আপন করে।
আমি পথিক হব তোমার পথে
আমি প্রেমিক হব তোমায় জপে।

চলো হারাই নিরালায়
নির্জনতায় গড়ি সংসার,
বিচ্ছিন্ন হয়ে যান্ত্রিক শহরে
ভুবন ডাঙ্গায় হাসির খোঁজে।
চলো হারাই বিশ্বাসের সাথে
এ জীবনে তুমি আমার
আর আমি তোমার।
আমার মাঝে ঘর হোক
প্রিয়তমা, তোমার শেষ ঠিকানা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...