বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

কথোপকথন - প্রেমদেবতা

তুমি একটু আগে বলেছিলে-
মন ভাল নেই।
কেন বলেছিলে? জানতে চাইনি!
সে তোমার পুরনো অভ্যাস দেবতা,
আমার কিছু হলে তোমার কিছু আসে যায়?

আচ্ছা, তুমি বলেছিলে তুমি খাবে,
বলোতো কি খেতে চাও?
কিচ্ছুনা, তুমি বরং সিগারেট ধরাও।
ওহ! ঠিক বলেছ, আচ্ছা আগুন...

তোমার জন্যে আমি সবসময় কাছে রাখি।
তারপর বলো তোমার কেমন চলছে?
জানিনা।
হুম...আচ্ছা গত বছর তোমার কত তম...
জন্মদিনটা ভুলে গেছ তাইতো?

নাহ, তোমার বিয়ে...
থাক ওসব কথা।
আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিব।
শুনতে চাইনি, তবু ইচ্ছে হলে বলো।

আমার হিয়ার মাঝে  লুকিয়ে ছিলে,
গানটা তোমার গলায় খুব ভাললাগে।
আমি জানি, আমার খুব প্রিয়।
হুম...
কেন জান?
রবীন্দ্র তাই।
নাহ,গানটা তোমার জন্যে অনেক গেয়েছি তাই।

সুদখিনার জন্যে চলো কেক কিনি।
মেয়ে আমায় বায়না ধরেছিল কেকের জন্যে।
কাজের চাপে আসলে সময় পাইনি।
তুমি মিথ্যেটা বলা শিখ আগে, তারপর বলো।
মানে?
তোমার কাছে টাকা নাই, তাই কিনোনি।
কি যে বলোনা তুমি, টাকা থাকবেনা কেন?
ইনফ্যাক্ট, তোমার পকেটে এখনও টাকা নাই,
তাই সিগারেট টা এখন জ্বালাওনি।

আচ্ছা, অযথা তর্ক করে লাভ নাই
তুমি বরং এখন বাসায় যাও,
আর আমার একটু তাড়া আছে
আর হ্যাঁ, বাসায় পৌছে ফোন দিও।
আমার কিছু হলে তোমার কিছু আসে যায়?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...