বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

"চলমান গল্প" - প্রেমদেবতা

এইতো ছাত্রজীবনের শেষবর্ষ
বেকারত্বে পদার্পন।

বিচলিত মনের সর্ষেফুলের
রঙিন আবেশে তুমি ছিলে-
ছিলে প্রাত্যহিক যন্ত্রনার হুমকি হয়ে।

এইতো কিছু বছর আগে
তপ্ত দুপুরের চার রাস্তার মোড়ে,
তুমি বেছে নিলে দক্ষিনের পথ
অথচ উত্তরের জানালায় সাজিয়েছ
সারা জীবনের স্বপ্ন।

আমি ঠাঁয় দাঁড়িয়ে রই
পিছন ফেরে তাকালেই জড়িয়ে
শিশুর মত কান্না করব বলে।
কই সেই আর্তনাদের আবেদন
রাস্তার মোড়ে হল বিলীন।

কে তোমাকে আমার মত,
ভালবাসবে?
যেমনটি শ্রদ্ধায় আজো বাসি।

ক্ষীন আশায় গোল্ডলিফে
আনমনা টান।
ধীর পায়ে উদ্দেশ্যহীন পথে
এক পা দু পা করে এগিয়ে চলা।

রাত কাটে ভোরের সূর্য উঠে
চোখের পলকে মন মানে না, শেষ বিদায়।

তবুও স্মৃতির পাতায় তোমার বিচরণ,
নিজের অজান্তে তালা দিলাম-
মনের যাদুঘরে।

অনেক বছর পেরিয়ে
ফের বসন্তের রানীর আগমন,
সব কিছুর ভীড়ে নতুন
পরিচিত হাসির উচ্ছলতা,
নিক্কন ধ্বনি নতুন বিশ্বাসে!
এত আপনে এত কোমলীয়তায়
প্রথম স্পর্শে দ্বিচক্রযানের ভ্রমণ।
ঘুমপাখি এসে আদর বুলায়ে
দেবী এসে স্বপ্নে যায় বিশ্বাসে
ভালবাসার শ্রেষ্ঠ চুমুতে।

যেদিন আমি না দেখি তোমায়, স্বরস্বতী
পাগল পাগল করে আত্না-মন।
তোমার সুরে আমার গাইতে ভাল লাগে,
তোমার হাসিতে আমার সুখ লাগে।
তোমার চোখে দেখতে মনের মাঝে
বেঁচে থাকার প্রাণ জাগে।

কে তোমাকে আমার মত,
ভালবাসবে?
যেমনটি বিশ্বাসে ভালবাসি স্বরস্বতী।
------------ প্রেমদেবতা
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...