রবিবার, ২১ জুন, ২০২০

অভিযোগ - সিন্থিয়া আহমাদ



একটা সময়..
কবিতার বিপরীতে কবিতা হতো,
চার লাইনের বিপরীতে দু'লাইন হলেও হতো।
একটা সময়
অনুভূতিরা ঝাপসা হতো না।
ছন্দহীন কথাগুলোও ছন্দে বলার চেষ্টায়
দৌড়ে উঠোন পেরুতো, হাসির আলোড়নে।।
একটা সময়
ঘুম না হওয়া রাতগুলো মুঠোফোনে কেটে যেতো,
নতুন কথা জানতে বারবার ফিরতে ইচ্ছেও হতো।
একটা সময়!!!
বদলে যাওয়া সময় বলে ওঠে,
এখন দিন কাটে ব্যস্ততায়-
কথার মুহূর্তগুলো ভুল ধরার রঙে।
এক জনের কষ্টের বানীতে অন্যজনের
হাসির অনুভূতি প্রকাশে।
প্রযুক্তিকে মনে মনে ধন্যবাদ দিয়ে সব অভিমান
বিষ হয়ে উগলে দিয়ে আনন্দ পাওয়ায়।।

এখন দিন কাটে-
একজনের শবযাত্রার সাদা কাপড়
অন্যজনের হাসিমুখে উপহার পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে।
এখন দিন কাটে-
তিক্ততাকে ফেরত উপহার দিয়ে।।
এখন দিন কাটে-
স্বপ্নচারীনির যুদ্ধের দেবী হয়ে ওঠার গল্প লিখে।
রক্ত আর ক্ষত ছাড়া যার
পিপাসা মেটেনা।।
দেবতা, নারী সবসময়ই শক্তিশালী
বুকে তুলে নেওয়া নারী যখন ছুঁড়ে ফেলে দেওয়ার
তিক্ততা মাথা পেতে নেয়।
জেনো ছুঁড়ে ফেলে দেওয়া তুমিই শিখাও তখন-
জেনো কোমল স্বপ্নচারীনিকে
তুমিই শিখিয়েছিলে রক্ত ঝরাতে আনন্দ নেয়া।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""


অভিযুক্ত করার নিপুণ কৌশল আর অধিকার, 
তুমি সঠিকভাবে আয়ত্ত করেছ।
কথার পিঠে উত্তম জবাব,
আর কুয়াশার মত ধরাছোঁয়ার বাইরের
এক নিজস্বতায় আপনাকে সাজিয়েছ,
এক যুগের এই সময়টায়। 
তুমি জানো, দেবতা অসুরের সম্পর্ক, 
তুমি সেই দেবতাকে নিজের আলিংগনে পরাস্ত করে, 
অন্তঃরালে হাসো শয়নকালে।
বরং তুমি জানো দেবতা তোমার এক শব্দে গড়ে ভাংগে।
সেই তৃপ্ততায় বরং তুমি সীমাহীন অহংকারীর আসনে নিরহংকারী।

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...