তোমার অন্বেষণে,
আমার কুয়াশায় বিচরণ|
আমি অন্য কেও অন্য কোথাও..
ভুলে যাব আমি আমাকে,
নতুন কোন এক ভোরে|
আমার আকাঙ্খাহীন জিবনে
বলতে পারিনা আজ,
তুমি কি আমার পরিচিতা?
ইচ্ছের বাধন সময়ের ঘড়ির তালে
কল্পনার আকাঙ্খা হয় কি পূরণ?
তোমার আমার অদেখা প্রেম
মঞ্চে যায়না দেখা
এ অন্য রকম ভালবাসা,
তুমি বুঝবেনা আমিও বুঝাতে পারিনা|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন