সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

আমার ব্যর্থতা



তোমার অন্বেষণে,
আমার কুয়াশায় বিচরণ|
আমি অন্য কেও অন্য কোথাও..
ভুলে যাব আমি আমাকে,
নতুন কোন এক ভোরে|
আমার আকাঙ্খাহীন জিবনে
বলতে পারিনা আজ,
তুমি কি আমার পরিচিতা?
ইচ্ছের বাধন সময়ের ঘড়ির তালে
কল্পনার আকাঙ্খা হয় কি পূরণ?
তোমার আমার অদেখা প্রেম
মঞ্চে যায়না দেখা
এ অন্য রকম ভালবাসা,
তুমি বুঝবেনা আমিও বুঝাতে পারিনা|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...