স্বপ্ন তোমার চোখের ভাষায় গড়েছি
প্রত্যাশা তোমার ছোঁয়াতে পেয়েছি।
হ্যাঁ... তোমাকেই প্রয়োজন আমার অস্তিত্তে,
হ্যাঁ... তোমার নিঃশ্বাস হবে আমার অনুধাবনে।
প্রিয় কিছু চাওয়া, প্রিয় অনুভুতির নেশা
তোমার কপল ছুঁয়ে শুষে নেয়ার শিহরণ।
জাগে হ্যাঁ... জাগে আমার অন্তর জুড়ে।
ভালবাসি এই কথা টুকু জেনে তুমি
ভালবেসো সব ভুলে, চিঠি দিও
হ্যাঁ... চিঠি দিও আঁধারে সব ফেলে জড়িয়ে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
প্রত্যাশা তোমার ছোঁয়াতে পেয়েছি।
হ্যাঁ... তোমাকেই প্রয়োজন আমার অস্তিত্তে,
হ্যাঁ... তোমার নিঃশ্বাস হবে আমার অনুধাবনে।
প্রিয় কিছু চাওয়া, প্রিয় অনুভুতির নেশা
তোমার কপল ছুঁয়ে শুষে নেয়ার শিহরণ।
জাগে হ্যাঁ... জাগে আমার অন্তর জুড়ে।
ভালবাসি এই কথা টুকু জেনে তুমি
ভালবেসো সব ভুলে, চিঠি দিও
হ্যাঁ... চিঠি দিও আঁধারে সব ফেলে জড়িয়ে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন