ভেজা শহর ভেজা দুটি মন
হেডলাইটের আলোয়
থমকে যায় যান্ত্রিক জীবন।
টিপটিপ বৃষ্টি টিপটিপ অনুভুতিতে
আমি ভাবি তোমার কথা-
তুমি ভাবো আমার কথা।
ছুঁয়ে যায় তোমার ভেজা হাত
আমার কপল জুড়ে!!
আমি তবুও ব্যস্ত থাকি,
যান্ত্রিকতার ডামাঢোলে...
অন্তড়ালে যদিও আমি চাইছি তোমায়-
ছুঁইতে ভেজা ঐ হাত !!
হয়নি তবু, রেখেছি আমি
আমার কপাল তোমার কপালে চুপিসারে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
হেডলাইটের আলোয়
থমকে যায় যান্ত্রিক জীবন।
টিপটিপ বৃষ্টি টিপটিপ অনুভুতিতে
আমি ভাবি তোমার কথা-
তুমি ভাবো আমার কথা।
ছুঁয়ে যায় তোমার ভেজা হাত
আমার কপল জুড়ে!!
আমি তবুও ব্যস্ত থাকি,
যান্ত্রিকতার ডামাঢোলে...
অন্তড়ালে যদিও আমি চাইছি তোমায়-
ছুঁইতে ভেজা ঐ হাত !!
হয়নি তবু, রেখেছি আমি
আমার কপাল তোমার কপালে চুপিসারে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন