তোমার অ্যালবামে থাকবেনা
জুড়ে আমার ছবি।
তোমার উৎসবে হাশির আড়ালে,
মৌনতার অনুভুতি যে আমি!
দু’হাত জুড়ে নতুন আবেশে
ভালবাসার খেলায় সংসার তোমার।
তবুও না ভোলা স্পর্শে হাতরাও
মুঠোয় অঙ্গুলি চিরচেনা আমায়।
অর্ধযুগের সবটা সময়
যত জোছনা, রুপালী স্নান।
মধুর আবেগে নতুন নিজেকে
হয়েছে মুহুর্ত আবিষ্কারের জয়ে।
তবুও তো নকল হাসি
মলিনতা খোঁজে সব আড়ালে,
আড়াল থাকা, ধুলোয় সাঁঝে এই আমাকে।
আমি তো আমি, সেই আমি...
তোমার গালে এখনো চুমি,
একটু অবসরে – একান্ত আপনে।
জুড়ে আমার ছবি।
তোমার উৎসবে হাশির আড়ালে,
মৌনতার অনুভুতি যে আমি!
দু’হাত জুড়ে নতুন আবেশে
ভালবাসার খেলায় সংসার তোমার।
তবুও না ভোলা স্পর্শে হাতরাও
মুঠোয় অঙ্গুলি চিরচেনা আমায়।
অর্ধযুগের সবটা সময়
যত জোছনা, রুপালী স্নান।
মধুর আবেগে নতুন নিজেকে
হয়েছে মুহুর্ত আবিষ্কারের জয়ে।
তবুও তো নকল হাসি
মলিনতা খোঁজে সব আড়ালে,
আড়াল থাকা, ধুলোয় সাঁঝে এই আমাকে।
আমি তো আমি, সেই আমি...
তোমার গালে এখনো চুমি,
একটু অবসরে – একান্ত আপনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন