মৃত্তিকা তোমার জন্য
আমার বড়ই কষ্ট হয়,
তোমার সন্তানেরা তোমার বিশাল
বুকটা কেটে বিভক্ত করেছে|
আর নিজের মত করে
সীমানা চিহ্ন করে নাম
দিয়েছে একেক দেশ হিসেবে|
আপন স্বার্থে তোমার শিরা উপশিরা
নামক নদী বিলীন করেছে,
অকেজো করছে তোমার
ভূখন্ড নামক একটি অঙ্গ|
তবুও তুমি জন্ম দিয়েছ প্রতিভার,
নানা অঞ্চলে|
হয়ত তুমি গোটা পৃথিবীকে
এক করতে চাও|
তুমি উদার তাই
আমি হয়ত বলতে ভালবাসি
আমি আবদ্ধ নই কোন দেশে,
আমি পৃথিবীর সন্তান|
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন