শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

রোদের ছেলে

সুখ বলে আমার অসুখ
ঘুম আসেনা ঘুম পারিয়ে দাও
কপালে চুমু দাও,
মাথায় হাত বুলাও।
আমার যে মাথার উপর খোলা আকাশ
বৃষ্টি হলে ভিজি,
রোদ হলে তপ্ত গায়ে ঘামি।
রধের ছেলে নই আমি...
তবুও সবাই সে নামেই ডাকে।
রাত হলে খোঁজে না কেও।
শুধু আমি খুঁজি, খুঁজেই ফিরি

ঘরের মাঝে আঁকড়ে তোমার আমার স্মৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসহায়ত্ব

চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...