শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

রোদের ছেলে

সুখ বলে আমার অসুখ
ঘুম আসেনা ঘুম পারিয়ে দাও
কপালে চুমু দাও,
মাথায় হাত বুলাও।
আমার যে মাথার উপর খোলা আকাশ
বৃষ্টি হলে ভিজি,
রোদ হলে তপ্ত গায়ে ঘামি।
রধের ছেলে নই আমি...
তবুও সবাই সে নামেই ডাকে।
রাত হলে খোঁজে না কেও।
শুধু আমি খুঁজি, খুঁজেই ফিরি

ঘরের মাঝে আঁকড়ে তোমার আমার স্মৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...