শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

তবে কি তুমি আর ফিরবেনা?

তবে কি তুমি আর ফিরবেনা?
ফিরবেনা আমার হয়ে,
আমাদের মিলনের ছোট্ট সংসারে!
আমিতো এমনই, ভুলে ভুলে কাঁদি
তোমাকে আঘাত করে কারনে অকারনে।
তবে কি তুমি আর ফিরবেনা
ফিরবেনা আমার হয়ে,
আমায় জড়িয়ে ঘুমোতে?

মহাকালের কালো গহ্বরে
হারাস না তুই,
আমার আদরের উপন্যাস,
বুকের শীতল হাহাকার তুই।
তবুও কি তুমি আর ফিরবেনা
ফিরবেনা আমার হয়ে,
আমায় জড়িয়ে ঘুমোতে?


তোর ঠোঁটের কোণে তিলের মাঝে
এখনও ছুঁয়ে আছি
ছুঁয়ে আছি তোর
ভেজা চোখের কাজল নষ্ট করে।
তবুও কি তুমি আর ফিরবেনা
ফিরবেনা আমার হয়ে,

আমায় জড়িয়ে ঘুমোতে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...