শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ভালবাসার ধর্ম - প্রেমদেবতা

গল্পগুচ্ছ সব ধূলোয় ঢাকা,
ধর্মগুলো সব রুপকথা।
ভালোবাসাযুক্ত মায়ারথ
নিশিপদ্ম জুড়ে নিষ্প্রভ জল।
ডাকছিস তুই শীতের আদরে
অভিমানের সুরে পত্রফলক পাঠিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...