শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ভালোবাসি আমি খুব

তোমার কায়ার ঘ্রানে জ্যোৎস্না বিলাস মন,
শ্রাবণের দুপুরে কৃষ্ণচূড়ার রঙে প্রেম নিবেদন।
হেঁটে হেঁটে পিচঢালা রাজপথ
হাতে হাত রেখে ভেজা চুম্বন।

নাকফুলের আঁচরে দাগ কেটে যাওয়া সময়
চোখ বুঝে আজো বুকে রক্ত ক্ষরন।
মেঘপরি তুই, সাঁঝপরি তুই
তুই কৃষ্ণকলি, আমার সেকাল একাল।

থমকে থাকা আমার জীবন
কলঙ্কিত করে তোমার জীবন।
তুই কাঁদিস যেপথে আমায় ভালোবেসে
ওপথ কবর দিয়েছে আমার নাড়ি কাটা বন্ধন।

ভালোবাসি আমি খুব, ভালোবাসে তোর চড়ুই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...