শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অমানুষ - প্রেমদেবতা

একটি দুয়ারি জরাজীর্ণ পুরান আবরণ
জড়িয়ে আকড়ে রয়েছে বুকটা।
কিছু মনুষ্যপশু লোভাতুর দৃষ্টি
তাহার শেষ সম্বলের পানে।
অবলার কিছুই নেই, ওইটুকু ছাড়া,
সে লুকানোর প্রচেষ্টা করছে...
দেয়ালে পিঠ, প্রাচীর স্তব্ধ করে দেয়
পশুকুল এসে অনেকটা সময় কাটায়
লালাযুক্ত করে আঁচড়ে খায় মেয়েটার বুক...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

রবিবার, ১৯ জুন, ২০১৬

কারণ তুমি প্রেম - প্রেমদেবতা

তুমি নরম আবেশে কান্নার পরে
ফুলে থাকা ভেজা কপলীনি।
তুমি কপল জুড়ে অদেখা দুঃখ,
তুমি সিঁথির পথ জুড়ে-
টেনে নেয়া চুমু!!
তুমি জাপটে আঁকড়ে থাকা প্রিয় হাতছানি-
তুমি কাছে টেনে নেয়া
অবহেলায় জর্জরিত অনুভুতি
কারণ তোমার নাম "প্রেম" !!

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

তুমি জানলেনা - প্রেমদেবতা

ভেজা শহর ভেজা দুটি মন
হেডলাইটের আলোয়
থমকে যায় যান্ত্রিক জীবন।
টিপটিপ বৃষ্টি টিপটিপ অনুভুতিতে
আমি ভাবি তোমার কথা-
তুমি ভাবো আমার কথা।
ছুঁয়ে যায় তোমার ভেজা হাত
আমার কপল জুড়ে!!
আমি তবুও ব্যস্ত থাকি,
যান্ত্রিকতার ডামাঢোলে...
অন্তড়ালে যদিও আমি চাইছি তোমায়-
ছুঁইতে ভেজা ঐ হাত !!
হয়নি তবু, রেখেছি আমি
আমার কপাল তোমার কপালে চুপিসারে...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সত্যিই কাউকে বলবনা - প্রেমদেবতা

বলে দাওনা তুমি
মনে যা আছে তোমার...
আমি কাউকেই বলবনা
সত্যিই কাউকে বলবনা...!!
আমার যে একা ঘুম আসেনা,
স্বপ্নে আসো আজকাল যখন তখন...
তোমাকে ছাড়া কি যায় চলা?
আমার ছায়া হয়ে থাকোনা তুমি...
এক তোমাকে পাওয়ার ইচ্ছেই
আমায় কল্পনার হাসায় একা একা...
বলে দাওনা তুমি
মনে যা আছে তোমার...
আমি কাউকেই বলবনা
সত্যিই কাউকে বলবনা...!!
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুদ্ধ তৃপ্ত আত্না - প্রেমদেবতা

তোমার অভ্যন্তরীণ তৃষিত মন,
গভীর আধারে যে সুখটা খোঁজে
আমি তো তোমার সেই সুখ,
তা কি তুমি জানো?

তোমার আন মনা মন যখন
ভিষন একাকিত্তে হাহুতাশ করে,
ঠিক তখন কে ছুঁয়ে যায়
তোমার উষ্ম বক্ষ যুগল দেশে?
সেকি আমার শুদ্ধ তৃপ্ত আত্না নয়?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

স্বরস্বতী - প্রেমদেবতা

তিলোত্তমার তীরে একটি বিকেল কাটাব
যদি তুমি হাতটি ধরে কাঁধে মাথা রাখ|
জোছনার মাঝে আদিম সুখে মাতোয়ারা হব
যদি তুমি শকুন্তলা রূপে আগলে ধরো|
যদি উষ্ম নরম ঠোঁটে আকড়ে ধরো
কসম আদরে তোমায় ঘুম পাড়াব|
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

অনুভুতি - প্রেমদেবতা

আমি কতবার তোমার জন্যে
কাব্য লিখতে বসেছি...
কয়েক দিস্তা কাগজ শেষ
তবুও লেখা হয়না।
কাটাকাটি করেও একটি লাইন
ও লিখতে পারিনি।
কেন জান?
তোমার প্রতি অনুভুতি যে
আমার ভেতরেই অবুঝ অস্থিরতার...
তাই যখন তোমার সামনে পড়ে যাই
কিছুই বলতে পারিনা...
তোমাকে যা বোঝতে চাই
এলোমেলো হয়ে যাই আমি নিজেই...
আচ্ছা তুমি কি আমার এলোমেলো
দেখে বোঝনা?
নাকি তুমি আমাকে ভাবো,
কোন বাংলা সিনেমার পাসিং চরিত্র?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...