তুমি ভাবছ ওপাড়ে বসে
কত সহজেই ভুলে আছি তোমায়।
ভাবছ, এতদিনের স্মৃতিকথা ভুলে
কোন সুখে যাচ্ছে দিনকাল আমার।
আর অভিমানে চোখ ফুলাচ্ছ
আড়শির সামনে গভীর রাতে।
তুমি কি দেখেছ আকাশটা চিৎকার করছে?
দেখেছ কি রাতের রাজপথ ভিজেছে
আর সোডিয়াম আলো মুখ থুবড়েছে
আমার দুপাশে অসুখেরা সংসারী হচ্ছে।
কতটা অসহায় হয়েছে আমাদের ভালবাসা
সামাজিক আয়োজনে দুরত্ব হাসছে তামাশার ভাড়ে।
তুমি ব্যস্ততা ঘিরে ভুলের থাকার অভিমানে
দক্ষতার সাথে অভিনয় করে যাচ্ছ।
আমি বিদীর্ণ চিৎকারে বলছি
ভালবাসি তোমায় কারণেঅকারণে।
আমারো তো মন খারাপ হয়,
তোমায় ভুলে থাকার অভিনয়ে মাততে।
মন খারাপ হয় তোমাকে সরিয়ে রাখতে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
কত সহজেই ভুলে আছি তোমায়।
ভাবছ, এতদিনের স্মৃতিকথা ভুলে
কোন সুখে যাচ্ছে দিনকাল আমার।
আর অভিমানে চোখ ফুলাচ্ছ
আড়শির সামনে গভীর রাতে।
তুমি কি দেখেছ আকাশটা চিৎকার করছে?
দেখেছ কি রাতের রাজপথ ভিজেছে
আর সোডিয়াম আলো মুখ থুবড়েছে
আমার দুপাশে অসুখেরা সংসারী হচ্ছে।
কতটা অসহায় হয়েছে আমাদের ভালবাসা
সামাজিক আয়োজনে দুরত্ব হাসছে তামাশার ভাড়ে।
তুমি ব্যস্ততা ঘিরে ভুলের থাকার অভিমানে
দক্ষতার সাথে অভিনয় করে যাচ্ছ।
আমি বিদীর্ণ চিৎকারে বলছি
ভালবাসি তোমায় কারণেঅকারণে।
আমারো তো মন খারাপ হয়,
তোমায় ভুলে থাকার অভিনয়ে মাততে।
মন খারাপ হয় তোমাকে সরিয়ে রাখতে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""