শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

বানী - প্রেমদেবতা



মধ্যরাতে প্রিয় জিনিস হাতড়ে খোজার মত ব্যর্থতা,
বুকের ঠিক মাঝ বরাবর আর্তনাদের শব্দ চেপে রাখার মতই কঠিন।
ঈশ্বর সেরা কোচ হিসেবে অদ্বিতীয় ভুমিকা পালন করে যাচ্ছেন।
আর মায়া নামক সস্তা অনুভূতি চোখের ঘুম কেড়ে নিচ্ছে, সবার অজান্তে।


সভ্যকরণ শিক্ষাদান পাঠ্যাবস্থায় বিচার,
তোমার আমার সম্পর্কের সম্বোধন
প্রকাশ পায়, অন্তস্থ শিক্ষার অভাবনা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

নিশি - প্রেমদেবতা


দেখেছি তোমায় প্রথম আড়শির আড়াল থেকে,
দেখেই অনুভূতির জোয়ারে ঢেউ উঠেছে
চেনা আবেগের পরিচয়ে ।
তুমি বাঁকা হাসির প্রতুত্তরে যখন বললে,
ভুল হয়েছে তোমার নিজের হয়ত।
প্রেমের পরশ যেন ছুঁয়ে গেল
এই মনে চঞ্চল অনুভূতির তালে।


কাল পর্যন্ত তুমি ছিলে আপনি সম্বোধনে,
আজ তুমি আপন করে ডাকলে, তুমি
যুগান্তরের সেই প্রেমের ছোঁয়াতে।

তাইতো আজ আমি বেখেয়ালী হয়েছি-
অগোছালো তোমার তরে।
গুছিয়ে তুমি দিবে প্রতি সকালে
আদুরে বকা দিয়ে ঠোঁটের চুমুতে।

পাগল আমি তোমার পরশে
পাগলামী তোমার দুরত্বে আজ
বাড়ছে সকাল বিকেল সন্ধ্যা মুহুর্তে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

পিছু গল্প - প্রেমদেবতা

কথা হবেনা মধুর ক্যান্টিনের গলিতে
বসা হবেনা কলা ভবনের সিড়িতে।
হবেনা প্রেম আহ্লাদী অভিমানে
দেখা হবেনা যখন ইচ্ছে তখন।

পিছুটান থাকবেনা কাজের ফাকে,
শুটিং গুছিয়ে ব্যস্ত শহরে ছুটা হবেনা
মোটরবাইকের গতি বাড়িয়ে ট্রাফিক মাড়িয়ে।

মুঠোফোন জুড়ে সতর্ক দৃষ্টিকোণ
করতে হবেনা যখন তখন।
সময় করে গাইতে হবেনা
রবীন্দ্র কিংবা নজরুল রেওয়াজ।
অপেক্ষায় থাকব ইন্দ্রাণী সুরে,
কবে হবে সেইক্ষণ-
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল!
স্বরস্বতী তুমি এই টুকুই সত্যি,
ভুলে থাকার অভ্যেস প্রাক্টিস করছি।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

এসো - প্রেমদেবতা

এসো গল্পের রানী হয়ে
দু'চোখ নেমে স্বপ্ন হয়ে।
হিজল আক্ষরে চিঠি নিয়ে
প্রেমের বার্তা নিয়ে ওমন গভীরে।

ছুটব তোমার সফলতা হয়ে
ভাসব তোমার ইচ্ছে হয়ে,
এসো গল্পের রানী হবে
এই ঘুম চোখে আদর মেখে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

আমার কথা - প্রেমদেবতা

শরীরের উপর অত্যাচার করে চলছি
সন্ধ্যাবেলায় লাল পানির মাঝে ডুবে চলি।
নিঃষ্পেষিত করে জীবন যাপনের প্রয়োজনে
মেতে আছি কল্পনার দুয়ার মেলে।

তুমি আমি সামাজিক চরিত্র
প্রেম আমাদের তামাশার দৃশ্য,
আমি প্রেমদেবতা সেই দৃশ্যের
একমাত্র হাস্যকর মহানায়ক।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বুধবার, ২৬ জুলাই, ২০১৭

অভিনয়ের সমাজ - প্রেমদেবতা

কবিতাগুলো নিঃস্প্রাণ হয়ে গেছে
তারা আর আগের মত ভাবায় না।
দৈনন্দিক জীবনের অভাব বুঝে
বেঁচে থাকতে হবে বলে চলছে রুহু।

লেখাগুলো উবে যাচ্ছে
ধূলোয় ঢেকে নিঁখোজ হবে বলে।
হয়ত একদিন স্মৃতিও মুছে যাবে
ঝাপসা ভেজা কাঁচের দেয়াল মুছেও
দৃষ্টির গোচরে আসব না আমি।

হয়ত অনাক্ষাংখিত আয়োজনে দেখা হবে
আবেগে স্তব্ধ হয়ে চোখের জলের-
বিনিময়ে বুঝে নিবে কেমন আছি আমি!

সেদিন অদৃশ্য অস্পৃশ বাধায় চিৎকারে
আমার বুকটা কেঁদে উঠবে।
ইচ্ছে করলেও আলিঙ্গনে চুমু দিতে পারবনা।
সিঁদুর তলে আবেগের চিহ্ন এঁকে দিতে পারবনা।

কি যে কষ্ট হবে আমার,
অদৃষ্ট জানে সময়ের হাতে।
কাল তোমার হলুদ সন্ধ্যায়
কত মানুষের বৈঠকের আনন্দ হবে,
আমি জানি তুমি অভিনয়ে মাতবে
সুচিত্রা সেনকে হার মানাবে।

আমি কাপুরুষের মত রয়ে গেলাম
আত্নবিলাপের মহানায়ক হয়ে।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...