শুক্রবার, ১৬ জুন, ২০১৭

আক্ষাংখিত সংসার - প্রেমদেবতা

তোমার সংসারে আমায় নিও সখি,
তোমার বালিশে ভাগাভাগি করে রইবো আমি।
তোমার ঘাড়ে খেলবো সখি,
চোখ বুঝে এলোমেলো আবেগে ভালবাসতে জানি।

তোমার সাথে কাঁঁচবো কাপড়,
মাতবো স্নানে প্রেমের আদরে।
তোমার সাথে করবো বাজার
রান্নাঘরের হলদে প্রেমে।
তোমার সংসারে আমায় নিও সখি,
ঘর জুড়ে এলোমেলো করতে জানি।

তোমার ঘরে ঠাই দিও সখি
অযথা ডাকাডাকিতে বিরক্ত করতে জানি।
তোমার ভ্যানিটিব্যাগ রেখো সখি
দিয়াশলাইয়ের প্রয়োজন লাগবে জানি।
সিগারেটের ধোয়ায় করব জ্বালাতন
সন্ধ্যে ধূপের চাঁদের আলোয়।

তুমি নিজের খেয়াল রেখো সখি
বেখেয়ালি যে রইব আমি।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

ভাল্লাগেনা - প্রেমদেবতা

প্রেমের ধুন কানে বাজলে
আমার আজকাল দীর্ঘশ্বাস আসে।
বৃষ্টির ঝাপটা গায়ে আসলে,
মেজাজটা বড়ই বখে থাকে।

কোলাহলের মেলা দেখলে
বিরক্ত আমার ভেতর ধেয়ে আসে।
ভাল্লাগেনা কিছুই ভাল্লাগেনা,
অসম প্রেমের গল্প শুনতে ভাল্লাগেনা।

অন্য সময়ের সতেজ আবেগ
আমার মাঝে খুঁজে পাইনা।
গোলক ধাঁধাঁর এই শহরে
সুহানের গল্প শেষ হয়না।

রঙ পাল্টানোর এই সমাজে
বারবার রূপ বদলে একাকীত্ব হাসে।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

বৃষ্টি ভেজা

রমণী তোমার বৃষ্টি ভেজা
আবেদনময়ী দেহের ছবি
দিচ্ছ ভার্চুয়াল জগতে ভাসিয়ে।
মনের মাঝে একবারো কি আসেনা
এই ভেজা শরীরের ভাজে ভাজে চোখ
খেলে যায় আমার অন্তিম পিপাসায়।

রমণী তুমি অনেক ঢঙে
শারিরিক কসরতে বোঝাও কি?
আমি যে বুঝি শরিরের লেপ্টে থাকা
অন্তর্বাসের উন্মাদ উত্তেজনা।

আমি বললেই দোষের হয়
আমার মানসিকতায় ছোটলোকী হয়।
কিছু সৌন্দর্য হোক না তোমার ব্যক্তিগত।
হোক না তোমার একান্ত আপনজনের সাথে।
ভার্চুয়াল জগতে ভাসিয়ে দিয়ে নিজেকে
খুঁজে কি পাবে বলো আর কখনো?

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

প্রিয়তমা

প্রিয়তমার মুখে তৃপ্তির হাসি
আমায় বুঝিয়ে দেয়
কতটা শান্তিময় আমি।
বুঝিয়ে দেয় সুখী দাম্পত্যজীবন
আর বুঝিয়ে দেয়,
প্রেমের আত্নদানের মাঝেও
সারাটা জীবনের পাশে থাকার প্রতিশ্রুতি।

সংসার তো সামাজিকতার আয়োজন!
আর প্রিয়তমার হাসির মাঝে
পেথেড্রিনের গোপন সুখের ভাইরাস।
আমি তোমার বিশ্বাসী আপনজন
এই অর্জনের মাত্রাজ্ঞান সমাজের উর্ধ্বে।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

রবিবার, ৪ জুন, ২০১৭

স্বরস্বতীর প্রস্থান - প্রেমদেবতা

সময়, তোমার দুহাত ছুঁইতে গিয়ে কখন যে
রূপকথার ঘোড়ার মত দৌড়ে গেল
আমি ঠিক ঠাউর করতে পারিনি।

এই ইলেক্ট্রনিকের যুগে অদেখা প্রেমের
আবেশে আবেগাপ্লুত ছটফটানি -
হয়ত তোমাকে দিয়ে উদাহরণ করেছে
মহাজাগতিক অনুশাসনে প্রকৃতি।

আমার আজো স্পষ্টত মনে পড়ে
মিকো নামক পত্রমিতালী বন্ধুত্বের লেখা।
কে জানতো, আমরা কি জানতাম বলো?
এটা যে বিধাতার সিনেমার প্রথম দৃশ্য।
আমরা কেউ জানতাম না,
হয়ত জানবার প্রয়োজন ছিলনা।
তবুও কেন যে প্রয়োজন হয়ে গেল,
সাম্প্রদায়িক এই সমাজে, ঠিক ঠাউরে আসেনা।

কলাভবনের সিঁড়িটায় আজ
অন্য কেউ আড্ডা দেয়।
একটা ছেলে এখনও সিগারেট টানে।
তবে গোল্ডলিফ লাইট কিনা জানিনা।

আমার ভাঙা নীল মোটরবাইক এখনো আছে
গ্যারেজ এ চাদরে ঢাকা।
তবে কেউ আর বসেনি
সে কাউকে আর মেনে নিবেনা হয়ত।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বুধবার, ১৭ মে, ২০১৭

একলা আমি - প্রেমদেবতা

অনুশাসনে ভারাক্রান্ত
প্রেম আমার তুমি ...
উপন্যাসিক আমার লেখায়
ট্র্যাজেডির ক্ষতবিক্ষত চরিত্র তুমি!!

এই তুমি, কত স্নিগ্ধতায়
কেঁদেছিলে জড়িয়ে আমার বুক;
এই তুমি, ঠোঁটের চুম্বনে
শুষে নিয়েছিলে দুঃক্ষ সবটুকু।

তবুও সামাজিকতা তোমায় আমায়
করেছে ব্যথাতুর।
তবুও ধর্ম নিয়মে তুমি আমি
হয়ে যাই বহুদূর।

অনুশাসনে এই পথ
চাইনি তুমি আমি।
এসো পালাই এক আত্নায়
ভুলে সবকিছু...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

দুরত্ব - প্রেমদেবতা

মৌনতা তোমার আমার দুরত্ব!
মুঠোফোনে ই-চিঠির নীরবতা
আর শুয়ে শুয়ে সিলিঙ পানে,
চেয়ে থাকা অগোছালো ভাবনা
আমার কল্পিত অস্তিত্ব অনুভব।

দূরপাল্লার যানবাহনে যাত্রীর অস্থিরতা
আর নরম বিছানায় এপাশ ওপাশ
একই ঘড়ির টিকটিক অপেক্ষা।

ভোরের জন্য মশার ডাকাডাকি
ব্যস্ত সকালের কোলাহলে মিলে
যান্ত্রিক হাসির সংবর্ধনা।

অপরাহ্নের গরমে,
সহকর্মীর কথার ছলে
ক্ষিদের ঘরে মুক্তিদান।
সিগারেটের ধোয়ায় প্রিয়তমার
কন্ঠ শোনার ব্যাকুলিত মন
ব্যর্থতার ভয়ে এক মনে একলা থাকা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...