শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
Prem Devota: নীল জোছনা - প্রেমদেবতা
Prem Devota: নীল জোছনা - প্রেমদেবতা: যখন তুমি আমায় ঘৃনা কর কেন জানি ভালবাসার ঝড়ে ভিজে যায় আমার নীল মনি। মনে কি পড়ে সেই প্রথম পরিচয়? যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে। লুকোচুরি খেলা...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
নীল জোছনা - প্রেমদেবতা
যখন তুমি আমায় ঘৃনা কর
কেন জানি ভালবাসার ঝড়ে
ভিজে যায় আমার নীল মনি।
মনে কি পড়ে সেই প্রথম পরিচয়?
যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে।
লুকোচুরি খেলায় তুমি সবসময় জয়ী।
তবে একবার তুমি হেরেছিলে,
কেন জানি ভালবাসার ঝড়ে
ভিজে যায় আমার নীল মনি।
মনে কি পড়ে সেই প্রথম পরিচয়?
যবে তুমি হেসেছিলে আঁড়াল খুঁজে।
লুকোচুরি খেলায় তুমি সবসময় জয়ী।
তবে একবার তুমি হেরেছিলে,
তাও আমায় ভালবেসেছ বলে।
তবে উত্তরের জানালায়
আজ হয়ত কেও আর আসেনা।
সাঁঝের দেবীকেও আমি করেছি ঘর ছাড়া।
এখন তোমার অনুভবে
আমার অনুভুতি অনুরাগে ভাসে।
আমার দুএক কথায় এখনও
তোমার নামটি অবচেতনে বলা হয়ে যায়।
ছায়াবতী তাতে কষ্ট পেলেও
তবে উত্তরের জানালায়
আজ হয়ত কেও আর আসেনা।
সাঁঝের দেবীকেও আমি করেছি ঘর ছাড়া।
এখন তোমার অনুভবে
আমার অনুভুতি অনুরাগে ভাসে।
আমার দুএক কথায় এখনও
তোমার নামটি অবচেতনে বলা হয়ে যায়।
ছায়াবতী তাতে কষ্ট পেলেও
সুখটা খুঁজে নেয়।
মনে পরে কি তোমার,
কতটা মুখোমুখি ছিল তোমার আমার নাক?
তোমার নাকের উষ্মতা -
আমার ভেতরের পুরুষত্তকে ডেকেছিল।
তবে কেন জানি তার চেয়ে তোমার
হাসিটাই আমায় সম্মোহন করেছে বেশি।
কত রাত তোমার গায়ের ঘ্রান খুঁজে
স্বপ্নচারী হয়ে ছায়ার মাঝে পরাজিত হয়েছি
অপরাজিতার নীল জোছনায়।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
মনে পরে কি তোমার,
কতটা মুখোমুখি ছিল তোমার আমার নাক?
তোমার নাকের উষ্মতা -
আমার ভেতরের পুরুষত্তকে ডেকেছিল।
তবে কেন জানি তার চেয়ে তোমার
হাসিটাই আমায় সম্মোহন করেছে বেশি।
কত রাত তোমার গায়ের ঘ্রান খুঁজে
স্বপ্নচারী হয়ে ছায়ার মাঝে পরাজিত হয়েছি
অপরাজিতার নীল জোছনায়।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
ভাবছি তোমায় - প্রেমদেবতা
তুমি একটা উপন্যাসের অধ্যায়
দেখেছে যারা
তারাই তোমায় ভালবাসায় জড়িয়েছে।
তুমি ধর্ষিতা,
সাক্ষী হাজারো অট্টহাসির।
যা চলে তোরা,
আমি যাবনা, ভালোবাসি যে তোমায়।
তুমি একটা ক্যানভাসের ফলক
রেখেছ লুকিয়ে গোপনে –
কখনো গঙ্গা তুমি, কখনো মেঘনা।
কখনো আবার নীলগিরি হয়ে কাছে টানো।
দেখেছে যারা
তারাই তোমায় ভালবাসায় জড়িয়েছে।
তুমি ধর্ষিতা,
সাক্ষী হাজারো অট্টহাসির।
যা চলে তোরা,
আমি যাবনা, ভালোবাসি যে তোমায়।
তুমি একটা ক্যানভাসের ফলক
রেখেছ লুকিয়ে গোপনে –
কখনো গঙ্গা তুমি, কখনো মেঘনা।
কখনো আবার নীলগিরি হয়ে কাছে টানো।
তোমার বুকের উষ্মতায় আমার গভীর সুখ,
তোমার চাপা কষ্টে,
ঘুমরে কাঁদে কিশোরীর চিরচেনা সুর।
তুমি মা, তুমি ভূমি
তুমি প্রেমিকা আমার দেবী।
লাখো তরুনের শ্লোগান
জন্ম দেয় একটি একটি কৃতি সন্তান।
আমার যে কিচ্ছু নেই দেবার তোমায়
শত্রুর উলঙ্গতার থেকে করেছে রক্ষা তোমায়,
শফিক, বরকতেরা পরিয়ে লাল টিপ,
তোমার সবুজের আচ্ছাদনে।
খুঁজেছে তোমায় কতনা কবি!
খুঁজেছে তোমায় রোকেয়ার মত নারী!
রবীদার বাংলা তুমি, মাইকেলের দুগ্ধ স্রোতসিনী।
কখনও ভাবিনি আমি, খুঁজিব তোমায়
আগলে রাখার স্থান।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
তোমার চাপা কষ্টে,
ঘুমরে কাঁদে কিশোরীর চিরচেনা সুর।
তুমি মা, তুমি ভূমি
তুমি প্রেমিকা আমার দেবী।
লাখো তরুনের শ্লোগান
জন্ম দেয় একটি একটি কৃতি সন্তান।
আমার যে কিচ্ছু নেই দেবার তোমায়
শত্রুর উলঙ্গতার থেকে করেছে রক্ষা তোমায়,
শফিক, বরকতেরা পরিয়ে লাল টিপ,
তোমার সবুজের আচ্ছাদনে।
খুঁজেছে তোমায় কতনা কবি!
খুঁজেছে তোমায় রোকেয়ার মত নারী!
রবীদার বাংলা তুমি, মাইকেলের দুগ্ধ স্রোতসিনী।
কখনও ভাবিনি আমি, খুঁজিব তোমায়
আগলে রাখার স্থান।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
"তুই আমার বন্ধু" - প্রেম দেবতা
তুই ভালবাসার একটা সদ্য কবিতা,
এক শ্রাবনের চোখাচোখি তুই।
তুই না জেনে ভাঙ্গিস, আবার গড়িস
তুই নিজের অজান্তেই ভালবাসা দিস।
তুই মেঘলা আকাশে,
মন খারাপ করা পুরুষের স্বপ্ন।
তুই নিজের আবেগে লুকানো ভাঙ্গা চর।
যত ভাবনা, যত অনুপ্রেরনা
তুই আমার, উপন্যাসের পাতায়
এক ফোঁটা জল।
যত দুঃখ তোর চাপা কষ্ট
তুই আমার বন্ধু, তৃষ্ণার জল।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
এক শ্রাবনের চোখাচোখি তুই।
তুই না জেনে ভাঙ্গিস, আবার গড়িস
তুই নিজের অজান্তেই ভালবাসা দিস।
তুই মেঘলা আকাশে,
মন খারাপ করা পুরুষের স্বপ্ন।
তুই নিজের আবেগে লুকানো ভাঙ্গা চর।
যত ভাবনা, যত অনুপ্রেরনা
তুই আমার, উপন্যাসের পাতায়
এক ফোঁটা জল।
যত দুঃখ তোর চাপা কষ্ট
তুই আমার বন্ধু, তৃষ্ণার জল।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
DPS STS School (Dehli Public School)
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
তুমি - প্রেমদেবতা
নেই তুমি নেই আমি
গল্পগুলো তবু অমলিন।
সকাল হলে আজো তুমি
পুঁজোর থালা সাজাও,
সন্ধ্যে হলে কাকে ভেবে
প্রার্থনার প্রদীপ জ্বালাও।
ধূপের ধোঁয়ায় বাতাস ঘোলাটে,
ঘোলাটে আমার একলা আকাশ।
অন্ধকার হলে মেঘ বলি,
বৃষ্টি হলে কান্নার ধ্বনি।
আজো খুঁজি, হাতরে ফিরি
আলিঙ্গনে তোমায় আমি।
তুমি এতগুলো স্মৃতি
তুমি মুঠোফোনের প্রান।
তুমি আমারি, চাই তোমার বিহনে-
হাতে হাত রেখে ভীষন স্পর্শে।
তুমি জিবনের সব রঙে
দিয়ে যাওয়া উপন্যাস।
তুমি একলা আবেগে
আমার জয়ের প্রেরনা।
একসাথে থাকা সব মুহুর্ত
পাশাপাশি চেয়ে থাকা প্রেম,
আজো প্রার্থনায় ঠুকরে বলি
মন ভালো নেই।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
কথোপকথন (২) - প্রেমদেবতা
সেদিন, সময়ক্ষন সঠিক মনে নেই।
এইতো সন্ধ্যে হবে এমন সময়,
ওহ, গোধূলি লগ্ন বলে নাকি? তুমিই তো বলেছিলে।
হুম, খুব ইচ্ছে করছিল বিকেলটা
মধুর ক্যান্টিনের পাশে কাটাই।
আরে ওই যে সেখানটায়- রোজ অফিস শেষে,
তুমি আমি সিঁড়িতে বসতাম।
আরে তোমার মনে নেই, একদিন তোমার হাতে
হাত রেখে বলেছিলাম...থাক ওসব কথা!
আচ্ছা তুমিতো আগের চেয়ে সুন্দর হয়েছ বেশ।
সে তোমায় খুব আদর করে; বোঝা যায়।
কি দেখ অমন করে, কিছু বলবে না?
তুমি অভিনয় করলে না কেন?
পর্দার পিছনে আর তোমায় মানায় না।
হঠাত একথা কেন রে?
অবশ্য ভালই হয়েছে অভিনয়ে যাওনি, ফ্লপ হতে।
ফ্লপ?
হুম কারন তোমার অভিনয়ের দুর্বলতা আমি বুঝে যাই।
স্বরস্বতী যে তুই আমার তাই।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
এইতো সন্ধ্যে হবে এমন সময়,
ওহ, গোধূলি লগ্ন বলে নাকি? তুমিই তো বলেছিলে।
হুম, খুব ইচ্ছে করছিল বিকেলটা
মধুর ক্যান্টিনের পাশে কাটাই।
আরে ওই যে সেখানটায়- রোজ অফিস শেষে,
তুমি আমি সিঁড়িতে বসতাম।
আরে তোমার মনে নেই, একদিন তোমার হাতে
হাত রেখে বলেছিলাম...থাক ওসব কথা!
আচ্ছা তুমিতো আগের চেয়ে সুন্দর হয়েছ বেশ।
সে তোমায় খুব আদর করে; বোঝা যায়।
কি দেখ অমন করে, কিছু বলবে না?
তুমি অভিনয় করলে না কেন?
পর্দার পিছনে আর তোমায় মানায় না।
হঠাত একথা কেন রে?
অবশ্য ভালই হয়েছে অভিনয়ে যাওনি, ফ্লপ হতে।
ফ্লপ?
হুম কারন তোমার অভিনয়ের দুর্বলতা আমি বুঝে যাই।
স্বরস্বতী যে তুই আমার তাই।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
খেয়ে পড়ে বেঁচে আছি।
এই আকাশটা দেখেছ? সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী। দেখছ...
-
০১ রবীন্দ্রনাথ নারীর মন বোঝেনি, আর তুই বুঝবি কেমনে? নারীর যত ছলাকলা, চোখ খুলে দেখবি নারীর যত রঙ তামাশা মুখ বুঝে সইবি। সে কাছে আসতে যাবে- ই...
-
এই আকাশটা দেখেছ? সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী। দেখছ...
-
চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার। আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা। আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক স...