মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

প্রিয়তমা

প্রিয়তমার মুখে তৃপ্তির হাসি
আমায় বুঝিয়ে দেয়
কতটা শান্তিময় আমি।
বুঝিয়ে দেয় সুখী দাম্পত্যজীবন
আর বুঝিয়ে দেয়,
প্রেমের আত্নদানের মাঝেও
সারাটা জীবনের পাশে থাকার প্রতিশ্রুতি।

সংসার তো সামাজিকতার আয়োজন!
আর প্রিয়তমার হাসির মাঝে
পেথেড্রিনের গোপন সুখের ভাইরাস।
আমি তোমার বিশ্বাসী আপনজন
এই অর্জনের মাত্রাজ্ঞান সমাজের উর্ধ্বে।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

রবিবার, ৪ জুন, ২০১৭

স্বরস্বতীর প্রস্থান - প্রেমদেবতা

সময়, তোমার দুহাত ছুঁইতে গিয়ে কখন যে
রূপকথার ঘোড়ার মত দৌড়ে গেল
আমি ঠিক ঠাউর করতে পারিনি।

এই ইলেক্ট্রনিকের যুগে অদেখা প্রেমের
আবেশে আবেগাপ্লুত ছটফটানি -
হয়ত তোমাকে দিয়ে উদাহরণ করেছে
মহাজাগতিক অনুশাসনে প্রকৃতি।

আমার আজো স্পষ্টত মনে পড়ে
মিকো নামক পত্রমিতালী বন্ধুত্বের লেখা।
কে জানতো, আমরা কি জানতাম বলো?
এটা যে বিধাতার সিনেমার প্রথম দৃশ্য।
আমরা কেউ জানতাম না,
হয়ত জানবার প্রয়োজন ছিলনা।
তবুও কেন যে প্রয়োজন হয়ে গেল,
সাম্প্রদায়িক এই সমাজে, ঠিক ঠাউরে আসেনা।

কলাভবনের সিঁড়িটায় আজ
অন্য কেউ আড্ডা দেয়।
একটা ছেলে এখনও সিগারেট টানে।
তবে গোল্ডলিফ লাইট কিনা জানিনা।

আমার ভাঙা নীল মোটরবাইক এখনো আছে
গ্যারেজ এ চাদরে ঢাকা।
তবে কেউ আর বসেনি
সে কাউকে আর মেনে নিবেনা হয়ত।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বুধবার, ১৭ মে, ২০১৭

একলা আমি - প্রেমদেবতা

অনুশাসনে ভারাক্রান্ত
প্রেম আমার তুমি ...
উপন্যাসিক আমার লেখায়
ট্র্যাজেডির ক্ষতবিক্ষত চরিত্র তুমি!!

এই তুমি, কত স্নিগ্ধতায়
কেঁদেছিলে জড়িয়ে আমার বুক;
এই তুমি, ঠোঁটের চুম্বনে
শুষে নিয়েছিলে দুঃক্ষ সবটুকু।

তবুও সামাজিকতা তোমায় আমায়
করেছে ব্যথাতুর।
তবুও ধর্ম নিয়মে তুমি আমি
হয়ে যাই বহুদূর।

অনুশাসনে এই পথ
চাইনি তুমি আমি।
এসো পালাই এক আত্নায়
ভুলে সবকিছু...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

দুরত্ব - প্রেমদেবতা

মৌনতা তোমার আমার দুরত্ব!
মুঠোফোনে ই-চিঠির নীরবতা
আর শুয়ে শুয়ে সিলিঙ পানে,
চেয়ে থাকা অগোছালো ভাবনা
আমার কল্পিত অস্তিত্ব অনুভব।

দূরপাল্লার যানবাহনে যাত্রীর অস্থিরতা
আর নরম বিছানায় এপাশ ওপাশ
একই ঘড়ির টিকটিক অপেক্ষা।

ভোরের জন্য মশার ডাকাডাকি
ব্যস্ত সকালের কোলাহলে মিলে
যান্ত্রিক হাসির সংবর্ধনা।

অপরাহ্নের গরমে,
সহকর্মীর কথার ছলে
ক্ষিদের ঘরে মুক্তিদান।
সিগারেটের ধোয়ায় প্রিয়তমার
কন্ঠ শোনার ব্যাকুলিত মন
ব্যর্থতার ভয়ে এক মনে একলা থাকা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

আকুতি - প্রেমদেবতা

নিয়ে যাও আমায়,
আমার হতে অন্যথায়।
নিয়ে যাও আমায়
তোমার প্রেমের ঠিকানায়।
যেখানে জীবন হারায়
অবাক জোছনায়
শব্দ খুঁজে পায়
চোখের ভাষায়।

নিয়ে যাও আমায় সঙ্গী করে
নিয়ে যাও আমায় আপন করে।
আমি পথিক হব তোমার পথে
আমি প্রেমিক হব তোমায় জপে।

চলো হারাই নিরালায়
নির্জনতায় গড়ি সংসার,
বিচ্ছিন্ন হয়ে যান্ত্রিক শহরে
ভুবন ডাঙ্গায় হাসির খোঁজে।
চলো হারাই বিশ্বাসের সাথে
এ জীবনে তুমি আমার
আর আমি তোমার।
আমার মাঝে ঘর হোক
প্রিয়তমা, তোমার শেষ ঠিকানা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

হারিয়ে যাওয়া কেউ - প্রেমদেবতা

তোমার কষ্ট দেখে
আমি কষ্ট পাইনা।
তোমার বিসর্জন দেখে
আমার কষ্ট লাগেনা।
কারণ তোমাকে বিসর্জনের কষ্ট
আমাকে কুড়ে কুড়ে খায়।

তোমার আমার বাস্তবতা
আটপৌরে জিবনের গান।
তোমার একাগ্র প্রেম
আমার একলা থাকার সোপান।

তুমি ছেয়ে আছো নিয়মমাফিক,
দূরদেশী হবে ভবিষ্যৎ বাণী।
ধর্মযুদ্ধের অপারগতার গ্রাসে
এত ভালবাসা গল্প হয় অবশেষে।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

নষ্ট ছেলে - প্রেমদেবতা

নষ্ট শহরের দূষিত বাতাসে
চলে নেশার আড্ডা।
রাত হলে গল্প বাড়ে,
বয়ে যায় অশ্লীলতার ধারা।

সভ্যতার ছোঁয়া লেগেছে
তোমার মুঠোফোনে।
নিজেকে সাজাও হরেক রকমে
নিত্যনতুন এপ্লিকেশনে।

মিষ্টি কথায় রাতভর আয়োজনে
ধোকায় তোমার জীবন।
পাবলিশ হল বিশ্বজুড়ে
তোমার আমার গোপন চিত্রায়ন।

সহজলভ্য সহজ প্রেমে
নষ্ট ছেলের নষ্টামির ছলে
আজ দুষিত এই নষ্ট শহরে,
ঘুমরে কাদে কত নারী
আত্মনাশের অভিলাষে।

আমি নষ্ট আমি জানি
নষ্ট আমার নেশা জানি।
বিবেক শুধু আমার নেই
তাই বলে কি তোমারো নেই????
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...