বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

ভাবনা - প্রেমদেবতা

কতদিন হলো বলোতো দেখি,
তুমি বলতে পারবেনা...
কারন অপেক্ষার ক্যালেন্ডার
আমি প্রতি রাতে গুনে রাখি।

তুমি ভাল আছো?
কি করছ, ঘুমিয়ে আছ?
নাকি কারো কাঁধে মাথা রেখে
জোছনা স্নান করছ!

আমি খুব ভাল আছি,
তোমার গল্প করে সুখেই আছি।
আমি সত্যিই ভাল আছি,
মনের মাঝে শান্তি অনুভব করি।
মাঝে মাঝে ইন্দ্রানী সেনের গান শুনি,
কখনও সুমনের মত বলে উঠি,
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই-
কিচ্ছু করার নেই...
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

সেলুলয়েডের রাণী - প্রেমদেবতা

তুমি অন্যতম, মধ্যমণি
জলসা ঘরের জমকালোয়।
তোমায় ঘিরে মানুষের ভীড়
সেলুলয়েডে তুমি রাণী।

তোমায় ঘিরে এত আগ্রহ,
তোমার খুশিতে কৃষ্ণ হাসে।
তুমি যা বলো তাই নিয়ম,
তোমার চাহুনিতে নিয়ম গড়ে।
সব পুরুষ তোমায় চায়,
রাত বাড়লে শুতে চায়।

তোমার নিয়ে ভাবনা সবার,
তোমার ভাবনায় কেও নাই।
তোমার হাতের স্পর্শ চায়,
তোমার হাত ধরে কেহ নাই।

তুমি কাঁদ যে আঁড়ালে,
আঁড়াল হারালে একলা শেষে।
তুমি অন্যতম যে জগতে,
সে জগতে মরীচিকা থাকে।

আমি ভাবিনা হয়ত তোমায়,
ভাবি তোমার জীবনটাকে।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

হলুদ খামের চিঠি - প্রেমদেবতা

পুরোন বইয়ের স্তুপ,
ঝেড়ে ফেলার সময় হল
কাগজওয়ালার চিৎকারে।


ঘরের সিলিং জুড়ে মাকড়শার সংসার,
চোখে আজকাল দৃষ্টির জোর নেই।


সফিকের মার এক গল্প রোজ শোনা
নিশ্চুপ ইশারায় হাসি দিয়ে মেনে নেয়া।


কলিং বেল বাজিয়ে দরজার ওপাশে
মাছওয়ালার মুখস্ত বিজ্ঞাপন।


নেব না বলে দিয়েছি
তবুও চুপটি করে দাঁড়িয়ে অপেক্ষা।
কাগজ মেপে যায় সফিকের মা,
আর কথার কাটাকাটিতে ন্যায়ের বিচার।


সুহান আজকাল হেমন্ত মান্নার
আবেগে সকাল বেলায় থাকে আপন মনে।


১৫ কেজি কাগজের দাম
গুনে নিচ্ছে সফিকের মা।
অবহেলায় বেড়িয়ে পড়ে বহু পুরান খাম।
চিনতে আমার ভুল হলনা
ধক করে আপন লেগে যাওয়া লেখা।
সময়টা তখন ৯৩ থেকে ৯৫ এর ধূলো মাখা।


মাছওয়ালা বলে দিদিমনি,
তাজা পাবদা আপনার জন্যই এনেছি।


ঘরে সুহান ভলিউম বারিয়ে শুনছে
কফি হাউসের সেই আড্ডার গল্প।
মাছ নেবনা বলেও কিনে নিলাম।
নিজের হাতে ধুইলাম, কুটলাম
পেঁয়াজ দিয়ে ভুনা করলাম।


সুহান রান্নার ঘ্রানে চোখ নাচিয়ে
জড়িয়ে ধরল আমাকে।
অনেক পরিচিত সেই ছোঁয়া
মনটা কেমন জানি কেঁপে উঠল।


মনে পড়ে রিক্সায় করে টিএসসির প্রাঙ্গন
অভিমানের ঝগড়ায় জড়িয়ে ধরা।
গলির মাথার দোকানে বসে
আড় চোখে সিগারেটের ধোঁয়ার ছলে,
হেসে আমাকে দেখা।
টেইলার্সের ছেলের কাছে রেখে যাওয়া
হলুদ খামের চিঠি,
রবীন্দ্রনাথের ভাষায়, সুনীলের নীরায় সাজি।
সদ্য গাওয়া নচিকেতার নীলাঞ্জনা আমি...
কে জানত হয়ে যাব, অঞ্জনের বেলা বোস?


চল্লিশ পেড়িয়ে আজো স্পষ্ট দেখি
সেই খোলা আকাশের নিচে
পাবদা মাছের ঝোলে তোমার গাল।


সুহান খাওয়া শেষ-
মা তোমার পাবদার রেসিপি
তোমার বৌমাকে শিখিয়ে দিও।


হাতে হলুদ খাম নিয়ে
বসার ঘরে সিলিং এ ফের তাকালাম।
মাকড়শার সংসার
আজ না হয় কাল থাকবেনা !


কি আজব এই ধরা
এক ঘর ভেংগে
আরেক ঘরের সৌন্দর্য রক্ষা।


হয়ত এটাই নিয়ম
হয়ত...হয়ত সুখটাই এমন।
--------- প্রেমদেবতা

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

এসো - প্রেমদেবতা

হারিয়ে যাওয়ার গল্প বলি,
চোখের গভীরতায় বিশ্ব ভ্রমণ।
ভাল লাগার আবেগে-
চোখ বুঝে আসা সুখ।

চলো হারিয়ে যাবার কিচ্ছা বলি,
দু'হাতে জড়িয়ে রাখা দুরুদুরু কম্পনে।
পূর্নিমার আলোতে দিঘির জলে
চলো দুজনার হাসি দেখি।
চলো, এখনি চলো এলোমেলো অনুভবে
অঙ্গুলী ভরাট করি অঙ্গুলীর আবেদনে।

এসো আত্মার কথা বলি-
ট্যালিপ্যাথি যোগে,
যে ভালবাসার কথা হয়।

এসো, একটু আপন করে লও।
এসো, আমায় জড়ায়ে লও আপনাতে।
এসো... সুন্দর আবেগে বাঁচাই প্রান।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

দাদা তোমায় বলছি! প্রেমদেবতা

তুমি পূঁজোনীয় নিঃসন্দেহে
তবুও তুমি অবহেলিত।
তুমি ভালোবাসার সৃষ্টিকর্তা,
যদিও তুমি ঈশ্বর নও।
ভালোবাসার সংজ্ঞা হয়ত
তোমার হাসির আড়ালে।
মায়া মমতা ছড়ান-ছিটানো
তোমার মুখের বুলিতে।
তুমি যুগান্তকারী মহাপুরুষ
কিছু কিছু মানুষের অন্তরে।
রবিঠাকুর দেখিনি আমি
দেখিনি সত্যজিৎ।
তোমায় দেখলে বুঝি আমি
কেমন ছিল শৈল্পিক তাঁরা।
রচনার শিল্পগুণ আমার
তোমাতে ধার করা,
যদিও বাহবা মিলে আমাতে
তুমি রও শুন্য হাতে।
ব্যর্থ তুমি মিছে ভাবো,
ব্যর্থ তো তারা,
যারা কিনা কিনল তোমায়
চিনলনা তোমার এক কোণা।
Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

মেয়ে - প্রেমদেবতা

মেয়ে তোমায় সাজিয়েছি কত অনুভবে,
তুমি কখনো বুঝবেনা।
সুনীল তোমায় ভেবে নাম দিয়েছে, নীরা।
আর তোমার জন্য সৃষ্টি হাজারো কবিতা।
তোমায় নিয়ে নচিকেতা বিভোর নীলাঞ্জনা
করে পুরোন গিটারের টুংটাং ছন্দে।
আমি দেবতা সকল কোলাহলে
প্রেমময় আবেগে, খুঁজে ফিরি
তোমার ঠোটের এলোমেলো হাসি।
শরিরের ভাজে তোমার অনুভবে
অনুভুতি জাগে উম্মাদনা একান্ত আপনে।
মেয়ে তুমি রহস্যের আধার,
ধরনীর বুকে উষ্ণ চুমুতে।
তুমি নারী, তুমি প্রেরণা
তুমি ভালবাসার অদেখা গল্প।
কখনো অনুরাগিণী, কখনো অভিলাষী
কখনো ক্লান্তির চোখে উত্তেজনা
ঘ্রাণে ঘুমহারা হাসনাহেনা।

Warning advisory: ""Never believe in my eyes and stay away from my smile...""

খেয়ে পড়ে বেঁচে আছি।

 এই আকাশটা দেখেছ?  সবুজের উপর নীল পাখি ওড়ে সারি সারি। পুকুর ধারের বাড়ি যেন সবুজের মাঝে আড়ি। তার মাঝে চিলেকোঠায় আমি! আধুনিক এক প্রাণী।   দেখছ...