চেয়ে দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই।
টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার।
আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা।
আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক সিদ্ধান্ত,
আবার গভীর আঁধারে হাতড়ে খোঁজা প্রেম।
আমি তোমার একলা সময়ের সেরা সুখ
যখন স্বপ্নময়ী অনুপ্রেরণায়
জ্বলজ্বল তোমার চোখ।
আমি দুরত্বে সৃষ্টি প্রিয় ইচ্ছা,
কালের বিবর্তনে আদর্শলিপির উপন্যাস।
আমি অনাগত মুহুর্তে পরাজয়ী বিক্রম
অবহেলাভরে সামাজিক ক্রীতদাস।
আমি ছিলাম আমি আছি আমি রইব,
মাঝে মাঝে তোমাদের গল্পে প্রেমদেবতা হয়ে।
#সৃষ্টি
টেনে আঁকড়ে রাখার ক্ষমতা নেই আমার।
আমি অযত্নে গড়া মাতাল খারাপ ছেলেটা।
আমি মিষ্টি মেয়ের রেখে যাওয়া সঠিক সিদ্ধান্ত,
আবার গভীর আঁধারে হাতড়ে খোঁজা প্রেম।
আমি তোমার একলা সময়ের সেরা সুখ
যখন স্বপ্নময়ী অনুপ্রেরণায়
জ্বলজ্বল তোমার চোখ।
আমি দুরত্বে সৃষ্টি প্রিয় ইচ্ছা,
কালের বিবর্তনে আদর্শলিপির উপন্যাস।
আমি অনাগত মুহুর্তে পরাজয়ী বিক্রম
অবহেলাভরে সামাজিক ক্রীতদাস।
আমি ছিলাম আমি আছি আমি রইব,
মাঝে মাঝে তোমাদের গল্পে প্রেমদেবতা হয়ে।
#সৃষ্টি