অল্প করে হল গল্প
স্বল্প সময় বিনিময়।
সৌজন্যে আমন্ত্রণ,
তোমার আমার কানেকশন।
তোমায় ছুইলে আপন করে
পাহাড় সমান অধিকার জাগে।
তুমি আমার চুপকথার
রাত জাগা রূপকথা।
অনেক অভিমানের মিথ্যে অভিযোগে
আমি তোমার অজানা ভালবাসা।
( দিনটি ছিল ২০১৯ এর কোন এক অপরাহ্নের একটু খানি উঁকি দেয়া সুখ। আমি বসে ছিলাম আড়াল করে স্বভাবতই। তুমি এলে, ফের চলে গেলে। ব্যস, এটুকুই।)
এরপর,
এরপর তুমি চললে
শহরতলীর পথের ভীড়ে।
আমি হারাই সেই ভীড়ে,
তোমার ঘ্রাণে পিছু ধরে।
তুমি আসো তুমি যাও,
দোলা দিয়ে আমায় যাও।
হেসে খেলে, ভেসে যাও
আপন করে ভরিয়ে দাও।
(তারপর, মাঝেমধ্যে আমি তোমায় হাসাই কাদাই। তোমার অবাধ্যে স্বপ্ন সাজাই। ভুলে যাই, অধিকার পাই। অধিকারে ভীষণ অবেলায় পালিয়ে বেড়াই।)
এই হল তোমার আমার
না বলা না কথা।
তুমি হও আঁখি মোর,
স্বপ্ন ঘোরের প্রেমিকা।
ভালবেসে যাই, তাই
ভালবেসে সুখ পাই।
অবাক সংসারে হাওয়াই মিঠাই,
প্রতিসন্ধ্যায় তোমার কন্ঠ শুনতে চাই।